শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পহেলগাঁওয়ের দূরত্ব ৯০ কিলোমিটার। ঘন সবুজে ঘেরা উপত্যকা। পাহাড়, জঙ্গল আর লিডার নদীর অপার্থিব সৌন্দর্য। পহেলগাঁওয়ের বৈসারন বাদামি ভালুক, কস্তুরী হরিণের বিচরণক্ষেত্র। সানি দেওল অভিনীত ছবি ‘বেতাব’-এর শুটিং হয়েছিল বৈসরনেই। অনেকে তাই এই উপত্যকাকে বলেন ‘বেতাব ভ্যালি’। শুভ্র বরফের চাদরে রোদ্দুর পড়লে মনে হয় এক খণ্ড সুইৎজ়ারল্যান্ড। জায়গাটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এপ্রিলের ভরা মরসুমে বহু মানুষ ছুটি কাটাতে এখানে ভিড় করেন। নিরাপত্তার ব্যবস্থা থাকে। মঙ্গলবার বিকেলে আচমকাই স্বয়ংক্রিয় রাইফেল হাতে হামলা। জঙ্গিরা সেনার পোশাকে ছিল। সব মিলিয়ে চার থেকে পাঁচ জন।
এত ভিড়, নিরাপত্তার ব্যবস্থা। সে সবের বেষ্টনী পেরিয়ে কী ভাবে জঙ্গিরা পর্যটকদের নিশানা করে? এর আগেও ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ পর্যটকদের উপর হামলা করে। পরিযায়ী শ্রমিকদের নিশানা করে। পাক মদতপুষ্ট সংগঠন লশকরের ছায়া হিসাবে কাজ করে টিআরএফ।