Hemant Soren

কেজরীওয়াল হওয়া হল না ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্তের, জামিনের আর্জি খারিজ আদালতে

জমি সংক্রান্ত আর্থিক দুর্নীতির মামলায় গত ৩১ জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করেছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র নেতা হেমন্ত সোরেনকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ১৬:২০

গ্রাফিক: সনৎ সিংহ।

জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ধৃত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আবেদন খারিজ করল আদালত। সোমবার রাঁচীর ‘বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন’ (পিএমএলএ) সংক্রান্ত বিশেষ আদালত ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা হেমন্তের জামিনের আবেদন খারিজ করেছে।

Advertisement

জমি সংক্রান্ত আর্থিক দুর্নীতির মামলায় গত ৩১ জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করেছিল হেমন্তকে। গ্রেফতারির আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন তিনি। ইডির গ্রেফতারিক ‘বেআইনি’ বলে অভিযোগ করে শীর্ষ আদালতে আগেই আবেদন জানিয়েছেন হেমন্ত। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ আগামী ১৭ মে-র মধ্যে এ বিষয়ে ইডির জবাব তলব করেছে।

এই পরিস্থিতিতে আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়ালের মতোই লোকসভা ভোটে দলের প্রচারের জন্য পিএমএলএ আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন হেমন্ত। কিন্তু তাঁর সেই আবেদন নাকচ করেছে আদালত। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান কেজরীওয়ালকে লোকসভা ভোটে প্রচারের সুযোগ দিতে গত ১০ জুন ২১ দিনের অন্তর্বর্তী জামিনে মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন
Advertisement