SP MLA Abu Azmi

অভিযোগ অওরঙ্গজেবের স্তুতি, মহারাষ্ট্রের এসপি বিধায়ক আবু সাসপেন্ড! হুঁশিয়ারি দিলেন যোগীও

সমাজবাদী পার্টির বিধায়ক তথা মহারাষ্ট্র রাজ্য শাখার সভাপতি আবু আজমি দাবি করেছিলেন, অওরঙ্গজেবের রাজত্বকালে ভারতের সীমান্ত আফগানিস্তান এবং বার্মা (মায়ানমার) পর্যন্ত পৌঁছেছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ১৭:১৯
SP Maharashtra MLA Abu Azmi suspended from assembly for remarks praising Mughal emperor Aurangzeb

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মোগল সম্রাট অওরঙ্গজেবের স্তুতির অভিযোগে মহারাষ্ট্র বিধানসভা থেকে সাসপেন্ড করা হল সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমিকে। সে রাজ্যের বিজেপি-এনসিপি (অজিত)-শিন্ডেসেনা জোট সরকারের মন্ত্রী চন্দ্রকান্ত পাটিল বুধবার আবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিধানসভার স্পিকারের কাছে প্রস্তাব জমা দিয়েছিলেন। সেই প্রস্তাব মেনে আগামী ২৬ মার্চ, বাজেট অধিবেশনের শেষ দিন পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে আবুকে।

Advertisement

মহারাষ্ট্র বিধানসভায় গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, অওরঙ্গজেবের প্রশংসার মাধ্যমে আদতে ছত্রপতি শিবাজি এবং শম্ভাজির অবমাননা করতে চেয়েছেন এসপির বিধায়ক তথা রাজ্য সভাপতি আবু। প্রসঙ্গত, রবিবার একটি কর্মসূচিতে আবু বলেছিলেন, ‘‘অওরঙ্গজেবের রাজত্বকালে ভারতের সীমান্ত আফগানিস্তান এবং বার্মা (মায়ানমার) পর্যন্ত পৌঁছেছিল। আমাদের জিডিপি (বিশ্ব জিডিপির) ২৪ শতাংশ ছিল এবং ভারতকে তাঁর শাসনকালে ‘সোনার চড়ুই’ বলা হত।’’ বুধবার আবুকে নিশানা করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘‘ওঁকে এক বার আমাদের রাজ্যে পাঠিয়ে দিন।’’

প্রসঙ্গত, গত বছর মহারাষ্ট্রে বিধানসভা ভোটের প্রচারে রাহুল গান্ধীকে নিশানা করতে গিয়ে অওরঙ্গজ়েব প্রসঙ্গ টেনেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, ‘‘কংগ্রেসের শাহজাদা রাজা-মহারাজাদের খারাপ বলেন, অথচ নিজ়াম, বাদশা, সুলতানেরা ভারতবাসীর উপরে যে অত্যাচার করেছেন তা নিয়ে শাহজাদার মুখে তালা, কথা বন্ধ। যে অওরঙ্গজ়েব ভারতের মন্দির ধ্বংস করেছেন, অপবিত্র করেছেন, তাঁর কথা এক বারও শাহজাদার মনে পড়ে না। যারা ভারতে এসে লুট চালিয়েছে, গোহত্যা করেছে, ভারতের বিভাজনে বড় ভূমিকা নিয়েছে, তাদের মনে পড়ে না। অথচ তিনি শিবাজিকে অপমান করেন।’’

Advertisement
আরও পড়ুন