গ্রাফিক: সনৎ সিংহ।
মাদক-কাণ্ডে ধৃত শাহরুখ-তনয় আরিয়ান খানের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা শশী তারুর। ওই ঘটনায় তদন্তকারী সংস্থা ‘নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো’ (এনসিবি)-র হাতে আরিয়ানের গ্রেফতারির পর যাঁরা উচ্ছ্বাস প্রকাশ করছেন, তাঁদের খোঁচাও দিয়েছেন। সেই উচ্ছ্বাসকে ‘ভূতের নৃত্য’ বলে কটাক্ষও করেন তারুর।
সোমবার তারুর টুইটারে লেখেন, ‘আমি মাদক অনুরাগী নই, কখনও তা হওয়ার চেষ্টাও করিনি। কিন্তু শাহরুখের ছেলের গ্রেফতারির ঘটনার পরে যাঁরা ডাইনি শিকারে নেমেছেন, ভূতের নৃত্য শুরু করেছেন, তাঁদের দেখে আহত হয়েছি। কিছুটা সহানুভূতি দেখান। মানুষের আচরণ ভাল নয়। আনন্দের চোটে একটি ২৩ বছরের তরুণের মুখ ঘষে দেওয়ার কোনও প্রয়োজন নেই।’
I am no fan of recreational drugs & haven’t ever tried any, but I am repelled by the ghoulish epicaricacy displayed by those now witch-hunting @iamsrk on his son’s arrest. Have some empathy, folks. The public glare is bad enough; no need to gleefully rub a 23yr old’s face in it.
— Shashi Tharoor (@ShashiTharoor) October 4, 2021
শনিবার রাতে মুম্বই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে চলা মাদক পার্টি থেকে আরিয়ানকে আটক করে এনসিবি। তদন্তকারী সংস্থার দাবি, দীর্ঘ জেরার পর মাদক সেবনের কথা স্বীকার করেন আরিয়ান। এর পরেই গ্রেফতার করা হয় তাঁকে। সোমবার আদালতে তোলা হয়েছিল আরিয়ানকে। কিন্তু তাঁর জামিন মঞ্জুর না হওয়ায় আগামী ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি-র হেফাজতেই থাকতে হবে শাহরুখ-তনয়কে।
আরিয়ানের সঙ্গেই আটক করা হয় আরবাজ মার্চেন্ট, মুনমুন ধমেচা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার এবং গোমিত চোপড়াকে। শনিবার রাতের পার্টিতে ছিলেন এঁরা প্রত্যেকেই। সোমবার ওই পার্টিতে মাদক-জোগানের শ্রেয়স নায়ার নামে এক ব্যক্তিতে গ্রেফতার করেছে এনসিবি।