Badlapur Incident

মহারাষ্ট্রের বদলাপুর-কাণ্ডে পথে বিরোধীরা, আদালতের নির্দেশে বন্‌ধ না হলেও মিছিলে হাঁটলেন উদ্ধবেরা

মহারাষ্ট্রের দাদরে প্রতিবাদ মিছিলে যোগ দেন শিবসেনা (ইউবিটি)-র প্রধান উদ্ধব ঠাকরে। অন্যত্র মিছিলে যোগ দেন মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলে, এনসিপি (এসপি) নেতা জয়ন্ত পাতিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৪ ১৬:৪৬
(বাঁ দিকে) প্রতিবাদে শামিল শরদ পওয়ার এবং উদ্ধব ঠাকরে (ডান দিকে)।

(বাঁ দিকে) প্রতিবাদে শামিল শরদ পওয়ার এবং উদ্ধব ঠাকরে (ডান দিকে)। ছবি: সংগৃহীত

মহারাষ্ট্রের বদলাপুর-কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন সে রাজ্যের বিরোধী দলগুলির কর্মী-সমর্থকেরা। বদলাপুরের স্কুলে দুই খুদে পড়ুয়াকে যৌন নিগ্রহের ঘটনায় সরকারি গাফিলতির অভিযোগ তুলে শনিবার মহারাষ্ট্র বন্‌ধের ডাক দিয়েছিল মহারাষ্ট্রের তিন বিরোধী দলের জোট ‘মহাবিকাশ অঘাড়ি’। বম্বে হাই কোর্টের নির্দেশে বন্‌ধ পালনের সিদ্ধান্ত থেকে সরে এলেও প্রতিবাদ মিছিলের ডাক দেন বিরোধীরা। শনিবার মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে মিছিলে হাঁটেন শিবসেনা (ইউবিটি), এনসিপি (এসপি) এবং কংগ্রেসের নেতা-কর্মীরা।

Advertisement

মহারাষ্ট্রের দাদরে শিবসেনা ভবন থেকে প্রতিবাদ মিছিলে যোগ দেন শিবসেনা (ইউবিটি)-র প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। অন্যত্র মিছিলে যোগ দেন মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে, এনসিপি (এসপি) পওয়ার শরদ পওয়ার, জয়ন্ত পাতিল। মিছিলে বিরোধীদের কপালে ছিল কালো রঙের ব্যান্ড। উদ্ধব বাঁ হাতেও একটি কালো রিবন পরে মিছিলে হাঁটেন। পরে বালাসাহেব ঠাকরের পুত্র সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বদলাপুরের ঘটনায় মহারাষ্ট্রের শিবসেনা-বিজেপি-এনসিপি সরকারকে আক্রমণ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফডণবীসকে ‘কংস মামা’ বলেও কটাক্ষ করেন উদ্ধব।

মহারাষ্ট্র সরকারকে আক্রমণ করে উদ্ধব বলেন, “সরকার ভয় পেয়েছে। তাই আদালতে লোক পাঠিয়েছে। আমরা বন্‌ধ ডেকেছিলাম বোন এবং মেয়েদের নিরাপত্তার জন্য। কেন এই বন্‌ধের বিরোধিতা করা হচ্ছে?” মহারাষ্ট্রে শিশু এবং নারীদের উপর অপরাধের ঘটনা বাড়ছে, এমনটা দাবি করে শিবসেনা (ইউবিটি)-র রাজ্যসভার সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী বলেন, “গত ১০ দিনে নারী এবং কন্যাদের উপর ১২টি অত্যাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে।”

বিরোধীদের পাশাপাশি বদলাপুরের ঘটনায় দ্রুত বিচার চেয়ে শনিবার পথে নামে বিজেপিও। ছত্রপতি সম্ভাজি নগরে বিজেপির কর্মী-সমর্থকেরা প্রতিবাদ মিছিল করেন। বিজেপি নেতা তথা রাজ্যের আবাসন মন্ত্রী অতুল সাভে বলেন, “আমরা মহিলাদের উপর অত্যাচার সহ্য করব না।” বদলাপুর-কাণ্ডে তদন্তের স্বার্থে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে মহারাষ্ট্র সরকার। সেই দল জানিয়েছে, বদলাপুরের স্কুলে দুই খুদে পড়ুয়াকে যৌন নিগ্রহের ঘটনায় দায় স্কুল কর্তৃপক্ষেরও। ঘটনার পর উপযুক্ত ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ, তিন দিন পেরিয়ে গেলেও দায়ের হয়নি অভিযোগ। তাই শিশু নির্যাতন প্রতিরোধ আইন (পকসো) অনুযায়ী দোষী তাঁরাও।

বদলাপুর-কাণ্ডে তদন্তের স্বার্থে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে মহারাষ্ট্র সরকার। সেই দলের পর্যবেক্ষণ, বদলাপুরের স্কুলে দুই খুদে পড়ুয়াকে যৌন নিগ্রহের ঘটনায় দায় স্কুল কর্তৃপক্ষেরও। ঘটনার পর উপযুক্ত ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ, তিন দিন পেরিয়ে গেলেও দায়ের হয়নি অভিযোগ। তাই পকসো আইন অনুযায়ী দোষী তাঁরাও।

Advertisement
আরও পড়ুন