Andhra Pradesh

ব্যস্ত দুপুরে অন্ধ্রপ্রদেশের ওযুধ কারখানায় প্রাণঘাতী বিস্ফোরণ, হত অন্তত দুই, জখম আরও ১৮

বিস্ফোরণে দু’জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত আরও ১৮ কর্মী। আহতদের কয়েক জনকে স্থানীয় এনটিআর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের নিয়ে যাওয়া হচ্ছে বিশাখাপত্তনমের একটি চিকিৎসাকেন্দ্রে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৪ ১৭:৩৭
দুর্ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

দুর্ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এক্স।

বুধবার দুপুরে বড়সড় বিস্ফোরণ হয়েছে অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লে জেলায় একটি বেসরকারি ওষুধ কারখানায়। মৃত অন্তত দুই কর্মী। গুরুতর জখম অন্তত ১৮।

Advertisement

ওই ওষুধ কারখানাটি রয়েচে আনাকাপল্লে জেলার অচ্যুতপুরম বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (স্পেশাল ইকনমিক জ়োন)। প্রায় হাজারখানেক কর্মী সেখানে কাজ করেন। বুধবার দুপুরে হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে কারখানা সংলগ্ন এলাকা। বিস্ফোরণের পর পরই আগুন লেগে যায় কারখানায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অল্পের জন্য বড় বিপর্যয়ের হাত থেকে বেঁচেছেন কারখানার কর্মীরা।

বুধবার দুপুরে কারখানার একটি চুল্লিতে বিস্ফোরণ হয়। ভাগ্যক্রমে ওই সময় কারখানায় মধ্যাহ্নভোজনের বিরতি চলছিল। কারখানা চত্বরে বেশি কর্মী ছিলেন না। অনেকেই বাইরে খেতে গিয়েছিলেন। তাই প্রাণে বেঁচে গিয়েছেন অনেকেই। তবে প্রাণ হারিয়েছেন দু’জন। নিহতেরা দু’জনেই কারখানা সংলগ্ন রামবিলি মণ্ডলের বাসিন্দা। অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন তাঁরা। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন অন্তত ১৮ কর্মী। আহতদের কয়েক জনকে স্থানীয় এনটিআর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের নিয়ে যাওয়া হচ্ছে বিশাখাপত্তনমের একটি চিকিৎসাকেন্দ্রে।

তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। দমকলের আধিকারিকেরা জানাচ্ছেন, গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। ফলে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ আধিকারিকেরা। পৌঁছেছেন জেলাশাসকও। কারখানার ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কিনা জানতে চলছে উদ্ধারকাজ।

Advertisement
আরও পড়ুন