Chennai News

চেন্নাইয়ের বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রীকে ঝোপে টেনে নিয়ে গেল দুষ্কৃতীরা! যৌন হেনস্থার অভিযোগ

চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। তাঁর পুরুষ বন্ধুকেও মারধর করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের খুঁজছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৭
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

চেন্নাইয়ে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে থেকে ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। মারধর করা হল তাঁর পুরুষ বন্ধুকেও। ওই ছাত্রীকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও অভিযুক্তদের কাউকে গ্রেফতার করা যায়নি।

Advertisement

চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের ঘটনা। তামিলনাড়ুর প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সেটি অন্যতম। ওই বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী নির্যাতিতা তরুণী। তাঁর সঙ্গে যে পুরুষ বন্ধু ছিলেন, তিনিও ওই বিশ্ববিদ্যালয়েরই চতুর্থ বর্ষের ছাত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসে গল্প করছিলেন তাঁরা দু’জন। আচমকা সেখানে এক দল দুষ্কৃতী চলে আসে। তাঁরা ছাত্রীর বন্ধুকে মারধর করেন বলে অভিযোগ। তার পর তাঁর সামনে থেকেই ছিনিয়ে নিয়ে যাওয়া হয় তরুণীকে।

পুলিশ জানিয়েছে, ক্যাম্পাস থেকে টেনে পাশে একটি ঝোপের মধ্যে নিয়ে যাওয়া হয় তরুণীকে। সেখানে তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগে দাবি করেছেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করেছে। হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না কি বহিরাগত, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের চিহ্নিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ ঘেঁটে দেখছে পুলিশ।

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে তামিলনাড়ুতে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাসকদলকে আক্রমণ করেছে বিরোধীরা। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় পুলিশের ব্যর্থতাকেও কটাক্ষ করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন