পথচারীকে চড় মারার একটি ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ছবি: সংগৃহীত।
পিছন থেকে এসে পথচারীদের সপাটে চড় মেরেই স্কুটি চালিয়ে পালিয়ে যাচ্ছেন এক যুবক। কোনও পথচারীকে একা পেলেই এই কাণ্ড ঘটাচ্ছেন। গত কয়েক দিনে পর পর এই ঘটনায় আতঙ্ক বেড়েছে উত্তরপ্রদেশের মিরাটের নৌচন্দী থানার ফুলবাগ কলোনিতে।
পুলিশ সূত্রে খবর, গত কয়েক দিন ধরে থানায় এ রকম হামলার বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। বেশির ভাগই ফুলবাগ কলোনি এলাকার। স্থানীয়দের দাবি, রাতের দিকেই এই হামলা চালানো হচ্ছে। একা কোনও পথচারীকে শিকার বানাচ্ছেন ওই স্কুটিচালক। আচমকাই স্কুটি নিয়ে পিছন থেকে এসে সপাটে চড় কষাচ্ছেন পথচারীকে। কিছু বুঝে ওঠার আগেই স্কুটি নিয়ে উধাও হয়ে যাচ্ছেন ওই হামলাকারী। গত কয়েক দিনে পর পর এই ঘটনায় কয়েক জন আহতও হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর।
অভিযোগ জমা পড়ার পরই হামলাকারী স্কুটিচালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। নৌচন্দী থানার বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কিন্তু হেলমেট পরে থাকায় হামলাকারীকে চিহ্নিত করতে পারছে না পুলিশ। ফলে ওই এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। হামলাকারী ধরা না পড়ায় এলাকায় ক্ষোভ বাড়ছে। পুলিশ আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে।