Vishwakarma Yojana

মোদীর ঘোষণার পরেই পদক্ষেপ, বিশ্বকর্মা যোজনা চালুর সিদ্ধান্ত, কত টাকা ঋণ পাবেন কারিগরেরা?

লোকসভা নির্বাচনে ওবিসি ভোটের কথা মাথায় রেখেই সোমবার প্রধানমন্ত্রী মোদী লালকেল্লার বক্তৃতায় বিশ্বকর্মা যোজনার কথা ঘোষণা করেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৩ ১৮:৪২
Rs 1 lakh loan with 5% interest, Special scheme for traditional workers cleared by union cabinet

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার এক দিন পরেই ‘বিশ্বকর্মা কৌশল যোজনা প্রকল্প’ চালুর সরকারি নির্দেশিকা জারির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো মঙ্গলবার মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ‘‘১৩ হাজার কোটি টাকার বিশ্বকর্মা যোজনায় দেশের ‘প্রথাগত কারিগরেরা’ ২ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকিযুক্ত ঋণ পাবেন।’’

Advertisement

লোকসভা নির্বাচনে ওবিসি ভোটের কথা মাথায় রেখেই সোমবার প্রধানমন্ত্রী মোদী লালকেল্লার বক্তৃতায় বিশ্বকর্মা যোজনার কথা ঘোষণা করেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত। কারণ ওবিসি জনগোষ্ঠীর একটি বড় অংশ কামার, স্বর্ণকার, রাজমিস্ত্রি, ক্ষৌরকারের কাজ করেন। বিশ্বকর্মা যোজনায় মূলত লাভ হবে ওবিসিদের মধ্যে ওই অংশের। প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, ‘‘কোটি কোটি হাত যদি স্বপ্নপূরণের লক্ষ্যে কাজ করে তা হলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছব। আমরা এক হাজার বছর গোলামি সহ্য করেছি। তাই আগামী এক হাজার বছরের জন্য ভারতকে সমৃদ্ধ করতে হবে।’’

বৈষ্ণো জানিয়েছেন, এই প্রকল্পে প্রথম দফায় ৫ শতাংশ সুদে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন কারিগরেরা। দ্বিতীয় ধাপে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। প্রসঙ্গত, চলতি বছর বাজেটে ‘বিশ্বকর্মা যোজনা প্রকল্পে’র কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছিলেন, এই প্রকল্পের আওতায় আর্থিক সাহায্যের পাশাপাশি, কারিগরদের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ও পণ্যের প্রচার কী ভাবে হয়, তা শেখানো হবে।

Advertisement
আরও পড়ুন