Road Accident

আত্মীয়ের অন্ত্যেষ্টি সেরে ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু স্বামী-স্ত্রীর! আহত আরও চার জন

পুলিশ জানিয়েছে, ওই দম্পতি বুধবার সুলতানপুরে গিয়েছিলেন। এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে যান তাঁরা। অন্ত্যেষ্টির পর নিজেদের গাড়ি করে ফেরার পথেই এই দুর্ঘটনা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ১০:০৩
Returning from funeral Couple killed in road accident in Uttar Pradesh

দুর্ঘটনায় মৃত্যু হয় দম্পতির। আহত হয়েছেন তাঁদের চার আত্মীয়। —প্রতীকী চিত্র।

এক আত্মীয়কে শেষ বারের জন্য দেখতে কবরখানায় গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক দম্পতির। পথ দুর্ঘটনায় আহত হলেন আরও চার জন। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরাবাঁকি জেলায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে ওই দম্পতির গাড়ি। অকুস্থলেই তাঁদের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ওই দম্পতি বুধবার সুলতানপুরে গিয়েছিলেন। এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে যান তাঁরা। অন্ত্যেষ্টির পর নিজেদের গাড়ি করে ফেরার পথেই এই দুর্ঘটনা।

Advertisement

মৃতদের নাম ইকবাল (৪৫) এবং রেহানা (৭০)। তাঁরা লখনউয়ের বাসিন্দা। ওই গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ইকবালের কয়েক জন আত্মীয়। পুলিশ সূত্রে খবর, আহতদের নাম হাসিন আহমেদ এবং নুসরত জাহান। তাঁদের দুই শিশুসন্তান লাইবা এবং সাহেবানও গুরুতর জখন হয়েছেন। হাসিন এবং নুসরত সম্পর্কে মৃতের ভাইপো এবং বৌমা। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন