জগন্মোহন রেড্ডি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বিধায়কদের মতোই পুরসভার কাউন্সিলরদের এসি বাসে চড়িয়ে পাঠানো হচ্ছে ভিন্রাজ্যের বিলাসবহুল রিসর্টে! এ বার এমনই অভিনব দৃশ্য দেখা গেল অন্ধ্রপ্রদেশে।
শাসক টিডিপি-বিজেপি-জনসেনার নাগাল এড়াতে বিশাখাপত্তনম পুরসভার দলীয় কর্পোরেটর (কাউন্সিলর)দের কংগ্রেস শাসিত কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে পাঠিয়ে দিলেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগন্মোহন রেড্ডি।
ওয়াইএসআর কংগ্রেস পরিচালিত বিশাখাপত্তনম পুরসভার মেয়র জিএইচ বেঙ্কট কুমারীর বিরুদ্ধে বিজেপি জোট অনাস্থা প্রস্তাব আনার তৎপরতা শুরু করার পরেই সোমবার রাতে ৩৮ জন কর্পোরেটকে বেঙ্গালুরুতে পাঠিয়েছে জগনের দল। সূত্রের খবর, মঙ্গলবার আরও কয়েক জনকে পাঠানো হচ্ছে কর্নাটকের রাজধানীতে।
২০২০ সালের শেষপর্বে আয়োজিত পুরভোটে ৯৮ সদস্যের বিশাখাপত্তনম পুরসভায় ৫৯টিতে জিতে ক্ষমতা দখল করেছিল জগনের দল। কিন্তু গত বছর বিধানসভা ভোটে ওয়াইএসআর কংগ্রেসের বিপর্যয়ের পর একাধিক কর্পোরেটর দল বদলেছেন। এই পরিস্থিতিতে শেষ বেলায় রিসর্ট রাজনীতিতেই সওয়ার হয়েছেন জগন। সাম্প্রতিক সময়ে যেমন গুজরাতে রাজ্যসভা ভোটে জিততে কিংবা কর্নাটক, মহারাষ্ট্রে ক্ষমতা দখলের জন্য বিধায়কদের ভিন্রাজ্যের রিসর্টে পাঠানো হয়েছিল, এ বার অন্ধ্রে সেই ‘সুযোগ’ পাচ্ছেন পুর প্রতিনিধিরা!