Bharat Jodo Yatra

‘আপনার যাত্রা সফল হোক’, রাহুলকে বার্তা মোদীর গড়া রামমন্দির ট্রাস্টের দুই কর্মকর্তার!

রামলালার মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস চিঠি লিখে রাহুলের যাত্রাকে সমর্থন জানিয়েছেন। লিখেছেন, ‘আপনি যে উদ্দেশ্যে লড়াইয়ে নেমেছেন, প্রার্থনা করি তা সফল হোক।’

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ ২১:২৯
রাহুলের যাত্রাকে সমর্থন রামমন্দির ট্রাস্টের।

রাহুলের যাত্রাকে সমর্থন রামমন্দির ট্রাস্টের। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে সমর্থন করল নরেন্দ্র মোদী সরকারের গড়া অযোধ্যা রামমন্দির ট্রাস্ট! ট্রাস্টের সদস্য তথা রামলালার মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস চিঠি লিখে রাহুলের যাত্রাকে সমর্থন জানিয়েছেন। কংগ্রেস নেতার উদ্দেশে তিনি লিখেছেন, ‘‘আপনি যে উদ্দেশ্যে লড়াইয়ে নেমেছেন, প্রার্থনা করি তা সফল হোক।’’

সেই সঙ্গে রাহুলের উদ্দেশে সত্যেন্দ্রর বার্তা— ‘আপনার উদ্দেশ্য মহৎ। আপনি সাধারণ মানুষের জন্য কাজ করছেন। তাই আপনি ভগবান রামের আশীর্বাদ পাবেন।’’ এক ধাপ এগিয়ে ট্রাস্টের সচিব তথা সঙ্ঘ পরিবারের নেতা চম্পত রাইয়ের মন্তব্য, ‘‘প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রাহুল দেশের জন্য হাঁটছেন। তাঁকে সমর্থন করা আমাদের কর্তব্য।’’

Advertisement

বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতা চম্পতের দাবি, সঙ্ঘ পরিবার কখনও রাহুলের ভারত জোড়ো যাত্রার বিরোধিতা করেনি। আরএসএসের তরফেও রাহুলের যাত্রার সমালোচনা করা হয়নি। যোগী আদিত্যনাথের রাজ্যে রাহুলের যাত্রা প্রবেশ করার পরেই এমন ‘উলটপুরাণ’ হতবাক করেছে রাজনীতি পণ্ডিতদের অনেককেই।

তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে চার মাস আগে ভারত জোড়ো যাত্রা শুরু করার পর থেকেই ধারাবাহিক ভাবে বিজেপির আক্রমণের নিশানা হয়েছেন রাহুল। এমনকি, কোভিডবিধি মানা হচ্ছে না অভিযোগ তুলে ভারত জোড়ো যাত্রা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়। এই পরিস্থিতিতে ৯ দিনের বিরতির পর মঙ্গলবার দিল্লি থেকে উত্তরপ্রদেশে প্রবেশ করেছে রাহুলের যাত্রা। আর তার পরেই রামমন্দির ট্রাস্টের দুই কর্তার এই সমর্থন।

কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশের দাবি, বুধবার রাহুলের যাত্রা পশ্চিম উত্তরপ্রদেশে বাগপতে পৌঁছলে স্থানীয় বিজেপি দফতর থেকে বেশ কিছু নেতা-কর্মী বেরিয়ে এসে তাঁকে স্বাগত জানান। এই পরিস্থিতিতে রাহুলের যাত্রায় রামমন্দির ট্রাস্টের সমর্থনকে ‘পালা বদলের বার্তা’ বলে দাবি করেছেন জয়রাম।

Advertisement
আরও পড়ুন