নয়াদিল্লির একটি আনাজ বাজারে মঙ্গলবার। ছবি: পিটিআই।
দিল্লির একটি বাজার সফরের ভিডিয়ো আজ সমাজমাধ্যমে পোস্ট করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেখানে তিনি আনাজের দাম নিয়ে কথা বললেন ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে। রসুনের দাম শুনে কংগ্রেসের নেতার চক্ষু চড়কগাছ! বলে ফেললেন, ‘‘রসুনের চেয়ে সোনাও বোধহয় সস্তা।’’ পরে এক্স হ্যান্ডলে তাঁর বাজার সফরের মিনিট ছয়েকের একটি ভিডিয়ো পোস্ট করেন রাহুল। লিখেছেন, ‘এক সময় রসুন ছিল ৪০ টাকা, এখন ৪০০ টাকা! জিনিসপত্রের বাড়তে থাকা দাম আমজনতার রান্নাঘরের বাজেট পাল্টে দিয়েছে। সরকার কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে’।
দিন কয়েক আগে আচমকাই দিল্লির গিরি নগর মার্কেটে হাজির হন রাহুল। সেখানে মহিলা ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং বাজারে ঘুরে ঘুরে আনাজের দাম জিজ্ঞাসা করেন তিনি। রাহুলের পোস্ট করা ভিডিয়োতে দেখা গিয়েছে, এক মহিলা বলছেন, ‘‘জিনিসপত্রের দাম এতটাই বেড়ে গিয়েছে যে, সংসার চালানো দায় হয়ে পড়ছে।’’ আর এক জনকে বলতে শোনা গিয়েছে, ‘‘আলু, পেঁয়াজ, রসুন মধ্যবিত্তের নিত্যপ্রয়োজনীয় খাদ্য। সেগুলির দাম এতটাই বেড়েছে বাজার খরচে নাগাল পাওয়া যাচ্ছে না। কিছুই সঞ্চয় হচ্ছে না।’’
পরে রাহুল জানিয়েছেন, মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারণ মানুষ। নিত্যদিনের খরচ সামাল দিতে নিজেদের ছোট ছোট চাহিদাগুলির সঙ্গে আপস করতে হচ্ছে তাঁদের।
শুধু দিল্লি নয়, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির জেরে গোটা দেশে মধ্যবিত্ত-সহ সাধারণ মানুষের অবস্থাটা প্রায় একই রকম। মহারাষ্ট্র সরকারের ক্যাবিনেট মন্ত্রী নীতীশ রানে নাসিকে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ওই অনুষ্ঠান চলাকালীন মঞ্চে একজন ক্ষুব্ধ কৃষক তাঁকে পেঁয়াজের মালা পরিয়ে দেন। ওই কৃষককে হেফাজতে নিয়েছে পুলিশ।