Bharat Jodo Yatra

ভারত জোড়ো যাত্রায় জুতোর ফিতে আলগা হল সনিয়ার, নিচু হয়ে বেঁধে দিলেন রাহুল

গত ১৮ সেপ্টেম্বর কেরলের হরিপাড়ে একই ভাবে ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়া এক কংগ্রেস কর্মীর ১১ বছরের শিশুকন্যার পায়ের জুতোর ফিতে বেঁধে দিতে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২২ ১২:২৪
সনিয়ার জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন রাহুল।

সনিয়ার জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন রাহুল। ছবি: টুইটার থেকে নেওয়া।

ভারত জোড়ো যাত্রায় আবার জুতো পরিয়ে দিতে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। কেরলের হরিপাড়ে এক দলীয় কর্মীয় শিশুকন্যার পর এ বার কর্নাটকের মাণ্ড্যতে মা সনিয়ার পায়ে।

বৃহস্পতিবার প্রথম বার ভারত জোড়ো যাত্রায় অংশ নেন কংগ্রেস সভানেত্রী সনিয়া। সোমবার তিনি মাইসুরুতে পৌঁছলেও আয়ুধ পুজো এবং দশেরা উৎসবের জন্য কংগ্রেসের কর্মসূচির দু’দিনের বিরতি ছিল। বৃহস্পতিবার মাণ্ড্যতে পদযাত্রায় অংশ নিতে যাওয়ার সময় হঠাৎই তাঁর পায়ের জুতোর ফিতে আলগা হয়ে গিয়েছিল। হাঁটতে গিয়ে থমকে গিয়েছিলেন সনিয়া। বিষয়টি নজরে আসতেই রাহুল নিচু হয়ে ফিতে বেঁধে দেন।

Advertisement

কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার জানিয়েছেন, পদযাত্রায় অংশ নেওয়ার পাশাপাশি বৃহস্পতিবার বিকেলে বল্লারিতে একটি জনসভায় অংশ নেবেন সনিয়া ও রাহুল। গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে রাহুল ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন। ১৮ সেপ্টেম্বর হরিপাড়ে একই ভাবে যাত্রায় অংশ নেওয়া এক ১১ বছরের শিশুকন্যার পায়ে জুতোর ফিতে বেঁধে দিতে দেখা গিয়েছিল তাঁকে।

Advertisement
আরও পড়ুন