মোদীর রাজ্যে সেতু-কাণ্ড নিয়ে রাজনীতি চান না রাহুল। ফাইল চিত্র।
নরেন্দ্র মোদীর রাজ্যে সেতু দুর্ঘটনা নিয়ে রাজনীতি করার পক্ষপাতী তিনি নন। গতানুগতিক চাপান-উতোরের রাজনীতির উল্টো পথে হেঁটে স্পষ্ট ভাষায় এ কথা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার তিনি বলেন, ‘‘আমি এই ঘটনা নিয়ে রাজনীতি করতে চাই না। অনেক মানুষ জীবন হারিয়েছেন। এটা (রাজনীতি) করলে তাঁদের অসম্মান প্রকাশ করা হবে।’’
রবিবার সন্ধ্যায় মোরবীতে মাচ্ছু নদীর উপর ঋুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা ১৪২-এ পৌঁছেছে। এখনও বেশ কিছু মানুষ নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। সংস্কারের জন্য দীর্ঘ ৭ মাস সেতুটি বন্ধ ছিল। গত ২৬ অক্টোবর তা খোলা হয়। তার পরেই এই দুর্ঘটনা। ইতিমধ্যেই সেতু দুর্ঘটনা নিয়ে প্রশাসনিক গাফিলতির অভিযোগ উঠেছে। খোলার আগে সেতুর স্বাস্থ্যপরীক্ষা করিয়ে কোনও ‘ফিটনেস সার্টিফিকেট’ নেওয়া হয়নি বলে অভিযোগ।
রাহুল রাজনীতি করতে না চাইলেও কংগ্রেস-সহ বিরোধী দলগুলি ইতিমধ্যেই মোরবী-কাণ্ডে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলেছে। কংগ্রেস নেতা তথা এআইসিসির মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেছেন, ‘‘প্রাকৃতিক বিপর্যয় নয়, এটি আদতে ‘ম্যান মেড’ দুর্ঘটনা।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল সেতু দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করে রণদীপ টুইটারে লিখেছেন, ‘গুজরাতের ভাই-বোনেদের জীবনের মূল্য মাত্র ২ লক্ষ টাকা?’
4/4
— Randeep Singh Surjewala (@rssurjewala) October 30, 2022
4. क्या गुजरात के भाई-बहनों की क़ीमत केवल ₹2 लाख है?
क्या एक IAS भाजपा सरकार में रसूकदार पदों पर बैठे लोगों की आपराधिक भूमिका की जाँच कर सकता है?
5. CM, भुपेंद्र पटेल व स्थानीय मंत्री स्वयं हादसे की जुम्मेवारी कब लेंगे?
गुजरात आपको कभी माफ़ नहीं करेगा।#MorbiBridge https://t.co/wyRYx7f9rQ
মোরবীর সেতু দুর্ঘটনার তদন্তের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন সুরজেওয়ালা। টুইটারে তিনি লিখেছেন, “এক জন আইএএস অফিসার কি আদৌ বিজেপি সরকারের ক্ষমতাশালী পদে অধিষ্ঠিত ব্যক্তিদের অপরাধমূলক ভূমিকার ঠিক ভাবে তদন্ত করতে পারবেন?”