Bihar Assembly Election 2025

‘বিধানসভা ভোটের পরেই আবার জোট বদলাবেন’, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে খোঁচা পিকের

একদা নীতীশের ঘনিষ্ঠ পিকে জেডিইউ-তে যোগ দেওয়ার পরে ২০১৮ সালে তাঁকে দলের সহ-সভাপতি করা হয়েছিল। কিন্তু নীতীশের সঙ্গে মতবিরোধের কারণে ২০২০ সালে জেডিইউ থেকে বহিষ্কৃত হয়েছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ১৯:৫১
Prashant Kishor predicts another switch by Bihar CM Nitish Kumar, after assembly election 2025

বাঁদিকে প্রশান্ত কিশোর, ডানদিকে নীতীশ কুমার। —ফাইল ছবি।

বিহারে বিধানসভা ভোটে বিজেপির সহযোগী হিসেবেই লড়বেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার। কিন্তু নির্বাচন মিটলেই এনডিএ ছেড়ে শামিল হবেন বিরোধী শিবিরে। বুধবার এই দাবি করেছেন, ভোটকুশলী তথা জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর (পিকে)।

Advertisement

গত দু’দশকে চার বার জোট বদলে পটনার কুর্সি দখলে রেখেছেন নীতীশ। সেই প্রসঙ্গের উল্লেখ করে পশ্চিম চম্পারণ জেলায় এক কর্মসূচিতে বলেন, ‘‘উনি (নীতীশ) এ বার যে জোটেই যান, মুখ্যমন্ত্রী হতে পারবেন না। বিহারে তাঁর জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে।’’ বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা আগামী অক্টোবর-নভেম্বর মাসে। তার আগে জেলাসফর শুরু করেছেন পিকে। বিধানসভা ভোটে তাঁর দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, একদা নীতীশের ঘনিষ্ঠ পিকে জেডিইউ-তে যোগ দেওয়ার পরে ২০১৮ সালে তাঁকে দলের সহ-সভাপতি করা হয়েছিল। কিন্তু নীতীশের সঙ্গে মতবিরোধের কারণে ২০২০ সালে জেডিইউ থেকে বহিষ্কৃত হয়েছিলেন তিনি। গত বছরের লোকসভা ভোটে বিহারের ৪০টি লোকসভা আসনের মধ্যে, এনডিএ জিতছে ৩০টি আসন । বিজেপি এবং জেডিইউ ১২টি করে। এজেপিআর পাঁচ এবং ‘হাম’ (হিন্দুস্থান আওয়াম মোর্চা) একটিতে। অন্য দিকে, বিরোধী জোটের শরিক আরজেডি চার, কংগ্রেস তিন এবং সিপিআইএমএল লিবারেশন দু’টি লোকসভা আসন জিতেছে। পূর্ণিয়ায় নির্দল প্রার্থী হিসাবে জয়ী হয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা তথা ‘বাহুবলী’ নির্দল প্রার্থী পাপ্পু যাদব। লোকসভা ভোটের হিসাব বলছে, বিজেপি-জেডিইউ-এলডেপিআর জোট বেঁধে লড়লে জয় অসম্ভব নয়। কিন্তু তার আগে নীতীশের ‘গন্তব্য’ নিয়ে প্রশ্ন তুলে দিলেন পিকে।

Advertisement
আরও পড়ুন