Prashant Kishor

Prashant Kishor: এখনই দল তৈরি নয়, আপাতত তিন হাজার কিমি পদযাত্রার ঘোষণা পিকের

গত ২ মে একটি টুইট করে তাঁর রাজনৈতিক দল তৈরির জল্পনা উস্কে দেন পিকে। ‘জন সূরয’ নামে একটি নামও উল্লেখ করেছিলেন তিনি। তবে এর বেশি কিছু বলেননি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১৫:২১
প্রশান্ত কিশোর।

প্রশান্ত কিশোর।

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১১:৫৬ key status

আমার কোনও রাজনৈতিক ঐতিহ্য নেই: প্রশান্ত

প্রশান্ত বলেন,  ‘‘আমার কোনও রাজনৈতিক ঐতিহ্য নেই। আমি কোনও রাজনৈতিক পরিবারের সদস্য নয়। আমি একজন রাজনৈতিক কর্মী। কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে আমার রেষারেষিও নেই। আমি বিহারের ভাল চাই। তার জন্য আমার যে রণকৌশল তা আমি সবাইকে জানিয়েছি।’’   

timer শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১১:৫১ key status

ভোটের রাজনীতি করতে চাই না: পিকে

‘‘ভোট আমার লক্ষ্য নয়। লোকসভা ভোটকে সামনে রেখে পদযাত্রা শুরু করছি না আমি’’ বললেন প্রশান্ত। তাঁর কথায়, ‘‘ভোটে জিততে হলে তার কৌশল আমার জানা আছে, সেটা করতে হলে আমি মানুষের সঙ্গে কথা বলার প্রয়াস করতাম না। ভোটে জেতার জন্য যা করা দরকার সেটুকুই করতাম।’’

Advertisement
timer শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১১:৪৬ key status

প্রশান্ত কিশোরের সাংবাদিক বৈঠক

timer শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১১:৪৩ key status

দল হলেও তিনি সর্বেসর্বা নন

প্রশান্ত জানিয়ে দিলেন, যদি রাজনৈতিক দল হয়ও তবে তিনি সেই দলের সর্বেসর্বা হবেন না। শুধু সদস্য হবেন। 

Advertisement
timer শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১১:৩৭ key status

রাজনৈতিক দল তৈরি হবে কি না ঠিক করবে ২০ হাজার মানুষ

বিহারের সামাজিক রাজনীতির সঙ্গে যুক্ত ২০ হাজার ওয়াকিবহাল মানুষের সঙ্গে আগামী ৩ মাস ধরে কথা বলবেন প্রশান্ত। তাঁদের সঙ্গে কথা বলার জন্য, বিহারের মানুষের সঙ্গে কথা বলার জন্য বিহারজুড়ে তিন হাজার কিলোমিটার রাস্তা ব্যক্তিগত পদযাত্রা করবেন তিনি। প্রশান্ত জানালেন, এঁরা যদি তাঁর ‘জন সূরয’-এর ভাবনার সঙ্গে সহমত হন এবং মনে করেন এই লক্ষ্যে পৌঁছনেরা জন্য একটি রাজনৈতিক দল গড়া দরকার। তবে রাজনৈতিক দল হবে। প্রশান্তের আশা, অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই এ ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তার পর যদি রাজনৈতিক দল তৈরি হয়, তবে তিনিও সেই দলের একজন সদস্য হবেন।  

timer শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১১:৩৬ key status

প্রশান্ত বললেন, ‘জন সূরয’ একটি ভাবনা কোনও রাজনৈতিক দল নয়

টুইটে ‘জন সূরয’-এর কথা বলেছিলেন প্রশান্ত। যার ব্যাখ্যা দিয়ে তিনি বলেছিলেন, ‘জনতার জন্য সুশাসন।’ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানালেন ‘জন সূরয’ একটি ভাবনা। কোনও রাজনৈতিক দল নয়। ‘জন সূরয’ বিহারের মানুষের উন্নতির কথা বলবে। বিহারের মানুষের অধিকারের কথা বলবে। বিহারকে দেশের প্রথম দশ রাজ্যের মধ্যে নিয়ে আসার কথা ভাববে। সেই লক্ষ্যে কাজ করবে। 

Advertisement
timer শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১১:৩০ key status

ভোটকুশলী হিসেবে আমি কাজ করব না আগেও বলেছিলাম

এক বছর ভেবে ঠিক করেছি, আমি বিহারে একজন রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করব। বাংলার ভোটের ফল প্রকাশের পরই আমি বলেছিলাম ভোটকুশলী হিসেবে আর কাজ করব না।  

timer শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১১:২৫ key status

কংগ্রেস সমস্যা বুঝতে পারলেও সমাধানে খামতি আছে: পিকে

প্রশান্ত কিশোর বললেন, কংগ্রেস আমার পরামর্শ নিতে চেয়েছিল তার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। তবে যে সমাধানের উপায় আমি বলেছিলাম,তাতে ওঁরা সহমত হননি। আমি বলেছিলাম কংগ্রেস সভানেত্রীর নেতৃত্বে একজন এক্সিকিউটিভ নিয়োগ করা দরকার। যিনি এই সমস্যার সমাধান করবেন। কিন্তু ওঁরা তা মনে করেননি। তাই আমি সরে এসেছি। 

timer শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১১:১৬ key status

তিনহাজার কিলোমিটারের ব্যক্তিগত পদযাত্রা পিকে-র

বিহার জুড়ে তিন হাজার কিলোমিটার পথে পায়ে হেঁটে ঘুরবেন প্রশান্ত কিশোর। বললেন, ‘‘আগামী তিন-চার মাসে ১৭ থেকে ১৮ হাজার মানুষের সঙ্গে কথা বলা হবে সেই পদযাত্রায়। তাঁরা যদি মনে করেন, তবেই রাজনৈতিক দল তৈরি হবে। তবে সেই দল যদি তৈরিও হয় তবে তাঁর সর্বেসর্বা আমি হব না।’’

timer শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১১:১৬ key status

যদি দল তৈরি হয়, তবে তা অগস্ট সেপ্টেম্বরের মধ্যে হতে পারে

প্রশান্ত জানালেন, আমার নিজস্ব রাজনৈতিক দল বলে কিছু হবে না। মানুষ যদি আমার লক্ষ্যের সঙ্গে একমত হয়, তাঁরা যদি মনে করেন তবে রাজনৈতিক সংগঠন হবে, তবে হবে। আশা করছি, অগস্ট কিংবা সেপ্টেম্বরের মধ্যেই তা বুঝে ফেলা যাবে। 

timer শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১১:১১ key status

কোনও রাজনৈতিক দলের ঘোষণা করব না

প্রশান্ত কিশোর জানালেন, আমি আজ কোনও রাজনৈতিক দলের ঘোষণা করব না 

timer শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১১:০৯ key status

সাংবাদিক বৈঠক শুরু করলেন প্রশান্ত কিশোর

পটনায় সাংবাদিক বৈঠকে ভোট কুশলী প্রশান্ত কিশোর। বলছেন, বিহারকে এখন দেশের পিছিয়ে পড়া রাজ্যগুলির মধ্যে একটি মনে করা হয়। 

timer শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১০:১৯

২ মে টুইট করেন পিকে

এর পরই প্রশান্তের টুইট তাঁর নতুন রাজনৈতিক দলের জল্পনা বাড়িয়ে দেয়। 

timer শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১০:১৮

সম্প্রতি কংগ্রেসের সঙ্গেও বৈঠক হয় পিকে-র

দিন কয়েক আগে কংগ্রেসের সঙ্গেও আলাপ আলোচনা চলছিল পিকে-র। কংগ্রেসর সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠকও করেন। রাজনৈতিক মহল ভেবেছিল এ বার হয়তো ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেসের ভোট বৈতরণী পার করার দায়িত্ব নেবেন প্রশান্ত। কিন্তু সনিয়ার সঙ্গে সৈই বৈঠক শেষপর্যন্ত সফল হয়নি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিলেন, পিকে সম্ভবত কংগ্রেসে কিছুটা নিয়ন্ত্রণও চেয়েছিলেন। যা হয়তো তাঁকে দিতে রাজি হননি সনিয়া। অবশ্য এই দাবির কোনও সমর্থন কংগ্রেস বা পিকে বা আইপ্যাকের কাছে পাওয়া যায়নি। 

timer শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১০:১৩

বিজেপি, তৃণমূল, আপের ভোটকুশলী

শুরুটা হয়েছিল গুজরাতে বিজেপির জন্য ভোটের কাজ করতে গিয়ে। তখনই সূচনা পিকের স্ট্র্যাটেজিস্ট সংস্থার। যা পরে আইপ্যাক নামে কাজ করে বাংলায় তৃণমূলের সঙ্গে, পঞ্জাবে আম আদমি পার্টির সঙ্গেও। প্রত্যেকবারই বিপুল সাফল্য পেয়েছেন পিকে।   

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন