উত্তরপ্রদেশের বান্দায় স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। — প্রতীকী চিত্র।
উত্তরপ্রদেশের বান্দায় তলোয়ার দিয়ে স্ত্রীর গলা কোপ বসিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বান্দা জেলার অন্তর্গত মটৌন্ধে। তলোয়ারের কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রীর। মৃতের নাম প্রিয়ঙ্কা সিংহ। ঘটনার সময়ে বাড়িতে দম্পতি একাই ছিলেন। সেই সময়েই দু’জনের বচসা বাধে। অভিযোগ, সেই সময় স্ত্রীর গলায় তলোয়ারের কোপ বসিয়ে দেন দীপু সিংহ নামে ওই অভিযুক্ত। দীপু মত্ত ছিলেন বলেও জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্তকে এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
রবিবার রাতের ওই ঘটনার সময় অভিযুক্তের মা বাড়িতে ছিলেন না। তিনি বাড়িতে ফিরে দেখেন ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বধূ। তিনিই থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। খুনের মামলা রুজু করে ইতিমধ্যে তদন্তও শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানের পর সোমবার সকালে স্থানীয় থানার এসএইচও (ওসির সমতুল্য পদ) সন্দীপ কুমার জানিয়েছেন, অভিযুক্ত স্বামী মত্ত ছিলেন। কোনও কারণে স্ত্রীর সঙ্গে অভিযুক্তের বচসা হয়েছিল বলে সন্দেহ পুলিশের। এসএইচও জানিয়েছেন, ঘটনার পর থেকে দীপু পালিয়ে বেড়াচ্ছেন। তাঁর খোঁজ শুরু হয়েছে এবং দ্রুত ধরে ফেলা হবে বলেও জানিয়েছে পুলিশ।
কী কারণে রবিবার রাতে স্ত্রীর উপর চড়াও হলেন অভিযুক্ত, তা এখনও স্পষ্ট নয়। দীপুর মায়ের সঙ্গে কথা বলে দম্পতির বৈবাহিক জীবন সম্পর্কে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ। স্বামীর মদ্যপান করাকে কেন্দ্র করে পরিবারে কোনও অশান্তি চলত কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের পরিজন এবং প্রতিবেশীদের সঙ্গেও কথা বলার ভাবনা পুলিশের।