সাইবার প্রতারণার অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার চিনা নাগরিক। — প্রতীকী চিত্র।
১০০ কোটি টাকার সাইবার প্রতারণায় জড়িত থাকার অভিযোগে এক চিনা নাগরিককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ধৃতের নাম ফ্যাং শেনজিন। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, হোয়াটস্অ্যাপে বিভিন্ন গ্রুপে শেয়ার বাজারে বিনিয়োগের টোপ দিয়ে প্রতারণার সঙ্গে যুক্ত ছিলেন অভিযুক্ত। সম্প্রতি দিল্লি পুলিশের সাইবার অপরাধ পোর্টালে অভিযোগ জানিয়েছিলেন এক প্রতারিত। তাঁর থেকে সাড়ে ৪৩ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই অভিযোগের সূত্র ধরেই তদন্ত এগোতে থাকে এবং পুলিশের জালে ধরা পড়েন এই চিনা নাগরিক।
অভিযোগকারীর বক্তব্য, শেয়ার বাজারে বিনিয়োগের জন্য অনলাইনে প্রশিক্ষণ নিতে শুরু করেছিলেন তিনি। সেই সুযোগকে কাজে লাগিয়েই প্রতারকেরা তাঁকে বেশ কিছু জায়গায় বিনিয়োগের কথা বলে। এর পরে সেই টাকা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায় বলে অভিযোগ। তদন্তে নেমে একটি সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পায় পুলিশ। ওই অ্যাকাউন্টে ১ লাখ ২৫ হাজার টাকার একটি আর্থিক লেনদেন হয়েছিল। পুলিশ জানিয়েছে, ওই অ্যাকাউন্টটি দিল্লিরই একটি সংস্থার নামে ছিল।
পাশাপাশি সন্দেহজনক একটি মোবাইল নম্বরেরও খোঁজ পায় পুলিশ। ওই মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্তের অগ্রগতি হলে চিহ্নিত করা হয় দিল্লির এই চিনা নাগরিককে। তিনি সফদরগঞ্জ এলাকায় থাকছিলেন। পুলিশ সূত্রে খবর, এই প্রতারণাচক্রের সঙ্গে আরও অনেকের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। শেনজিনের হোয়াটস্অ্যাপ থেকে এমন বেশ কিছু তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। পুলিশ সূত্রে খবর, সাইবার ক্রাইম পোর্টালে অন্তত ১৭টি অভিযোগ রয়েছে, যেগুলির সঙ্গে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যোগ রয়েছে। সব অভিযোগ মিলিয়ে প্রতারণার অঙ্ক প্রায় ১০০ কোটি টাকা।