Andhra Pradesh

দুইয়ের বেশি সন্তান হলেও প্রার্থী হওয়া যাবে পঞ্চায়েত ও পুর ভোটে, তিন দশকের নিয়ম বদলাচ্ছে অন্ধ্রপ্রদেশে

অন্ধ্রপ্রদেশে এত দিন দুইয়ের বেশি সন্তান থাকলে পঞ্চায়েত এবং পুরসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা যেত না। প্রায় তিন দশক ধরে চলে আসছে এই নিয়ম। তবে এ বার ওই নিয়ম বদলাতে সংশোধনী বিল পাশ করা হল অন্ধ্রের বিধানসভায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৪:৩৩
অন্ধ্রপ্রদেশে পঞ্চায়েত ও পুরসভা ভোটে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নিয়ম বদলানোর পথে সে রাজ্যের সরকার।

অন্ধ্রপ্রদেশে পঞ্চায়েত ও পুরসভা ভোটে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নিয়ম বদলানোর পথে সে রাজ্যের সরকার। — প্রতীকী চিত্র।

এ বার থেকে দুইয়ের অধিক সন্তান থাকলেও অন্ধ্রপ্রদেশের পঞ্চায়েত এবং পুরসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা যেতে পারে। প্রায় তিন দশক ধরে চলে আসা নিয়ম বদলে যাচ্ছে অন্ধ্রপ্রদেশে। সোমবার সে রাজ্যের বিধানসভায় অন্ধ্রপ্রদেশ পঞ্চায়েত রাজ (সংশোধনী) বিল, ২০২৪ এবং অন্ধ্রপ্রদেশ পুরসভা আইন (সংশোধনী) বিল, ২০২৪ পাশ হয়েছে। এই দু’টি বিল আইনে পরিণত হলেই বদলে যাবে ১৯৯৪ সাল থেকে চলে আসা নিয়ম।

Advertisement

১৯৯৪ সালে তৎকালীন কংগ্রেস শাসিত সরকার অন্ধ্রপ্রদেশ বিধানসভায় দু’সন্তান বিষয়ক বিল পাশ করেছিল। তার পর থেকে দুইয়ের অধিক সন্তান থাকলে কেউ অন্ধ্রের পুরসভা বা পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না। জনসংখ্যার উপর নিয়ন্ত্রণ আনতেই এই সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন সরকার। এ বার সেই নিয়মে বদল আনার পথে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন টিডিপি সরকার।

চন্দ্রবাবু এ বছর অন্ধ্রের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই এ বিষয়ে পদক্ষেপ শুরু করেছিলেন। গত ৭ অগস্ট মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। রাজ্যে জনসংখ্যায় ভারসাম্য রাখতে এবং আর্থসামাজিক প্রয়োজনের কথা বিবেচনা করে তিন দশক ধরে চলে আসা নিয়ম বদলের প্রয়োজন মনে করছেন তিনি।

ওই বৈঠকের পর অন্ধ্রের তথ্য ও জনসংযোগ মন্ত্রী কোলুসু পার্থসারথি জানিয়েছিলেন, দেশে মহিলাপিছু প্রসবের হারের তুলনায় অন্ধ্রপ্রদেশের হার অনেকটাই কম। দেশে মহিলাপিছু প্রসবের হার ২.১১। সেখানে অন্ধ্রে মহিলাপিছু প্রসবের হার ১.৫।

আরও পড়ুন
Advertisement