PM Narendra Modi

দুর্ঘটনার কবলে প্রধানমন্ত্রীর ভাইয়ের গাড়ি, ধাক্কা মারল ডিভাইডারে, জখম প্রহ্লাদ মোদী, পা ভাঙল নাতির

মার্সিডিজ বেঞ্জ গাড়িতে চেপে কর্নাটকের বান্দিপোরায় যাচ্ছিলেন প্রহ্লাদ। গাড়িতে ছিলেন প্রহ্লাদের স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং নাতি। দুপুর ২টো নাগাদ ডিভাইডারে ধাক্কা দেয় গাড়িটি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ১৬:৫৩
দুর্ঘটনার মুখে প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদীর গাড়ি।

দুর্ঘটনার মুখে প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদীর গাড়ি। ছবি: সংগৃহীত।

দুর্ঘটনার কবলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদীর গাড়ি। জখম হয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে কর্নাটকের মাইসুরুতে দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মার্সিডিজ বেঞ্জ গাড়িতে চেপে কর্নাটকের বান্দিপোরায় যাচ্ছিলেন প্রহ্লাদ। গাড়িতে ছিলেন প্রহ্লাদের স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং নাতি। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ ডিভাইডারে ধাক্কা দেয় গাড়িটি। পিছনে ছিল কনভয়।

Advertisement

দুর্ঘটনার পর প্রকাশ্যে আসা ছবিতে দেখা গিয়েছে, গাড়ির সামনের অংশ ভেঙেচুরে গিয়েছে। দুর্ঘটনায় প্রহ্লাদের নাতির পা ভেঙে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বাকিদের মাইসুরুর জেএস হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কারও চোট গুরুতর নয় বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন