Narendra Modi

বৃহস্পতিবার মোদীর ভোট-বার্তা

সংসদের আগামিকাল শেষ হচ্ছে এ বারের বাজেট অধিবেশন। ঘটনাচক্রে, কাল বিজেপির প্রতিষ্ঠা দিবস হওয়ায় সকল দলীয় সাংসদকে সংসদের বালযোগী প্রেক্ষাগৃহে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিজেপি নেতৃত্ব।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ০৭:২৫
Picture of PM Narendra Modi.

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

আগামিকাল দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বিজেপি কর্মীদের উদ্দেশে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রের খবর, ওই অনুষ্ঠান থেকেই আগামী লোকসভা নির্বাচনের বিউগল বাজাতে চলেছেন প্রধানমন্ত্রী।

সংসদের আগামিকাল শেষ হচ্ছে এ বারের বাজেট অধিবেশন। ঘটনাচক্রে, কাল বিজেপির প্রতিষ্ঠা দিবস হওয়ায় সকল দলীয় সাংসদকে সংসদের বালযোগী প্রেক্ষাগৃহে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিজেপি নেতৃত্ব। এক বছর পরে লোকসভা নির্বাচন। প্রধানমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছেন আর দেরি না করে সাংসদেরা এ বার নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পডুন। আজ বিজেপি নেতা তরুণ চুঘ জানান, কালকের পর থেকে দেশ জুড়ে বিজেপি কর্মীরা দেওয়াল লিখনের কাজ শুরু করে দেবেন। প্রাথমিক ভাবে দু’টি স্লোগানকে বেছে নেওয়া হয়েছে। প্রথমটি হল ‘এক বার ফির সে মোদী সরকার’, অন্যটি হল ‘এক বার ফির সে ভাজপা সরকার’। আগামিকাল মোদী বক্তব্য রাখার পরেই দিল্লিতে ওই দেওয়াল লিখন কর্মসূচির সূচনা করবেন বিজেপি সভাপতি জে পি নড্ডা। প্রাথমিক ভাবে গোটা দেশে প্রায় ১০.৭২ লক্ষ জায়গায় ওই দেওয়াল লিখন হবে। একই সঙ্গে দল জানিয়েছে, গোটা দেশের ১০ লক্ষ স্থানে আগামিকাল দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ শোনানোর ব্যবস্থা করা হয়েছে। লক্ষ্য, বেশি সংখ্যক মানুষের কাছে মোদীর বার্তা পৌঁছে দিয়ে জনভিত্তি বাড়ানো।

Advertisement

আগামিকাল থেকে বাবাসাহেব ভীমরাও অম্বেডকরের জন্মদিন ১৪ এপ্রিল পর্যন্ত সামাজিক ন্যায় সপ্তাহ পালনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অম্বেডকরের জীবন-দর্শন নিয়ে প্রচার ছাড়াও সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে সমাজের অন্ত্যজ শ্রেণির কাছে পৌঁছনোর কর্মসূচি নিয়েছে দেশের প্রধান শাসক দল।

আগামী ৯ এপ্রিল ভোটমুখী রাজ্য কর্নাটকে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

Advertisement
আরও পড়ুন