Narendra Modi

‘বিরোধিতা করে কংগ্রেস পাপ করছে’, বিনামূল্যে রেশন ঘোষণা নির্বাচনী বিধিভঙ্গ নয়, দাবি মোদীর

পাঁচ রাজ্যে বিধানসভা ভোট ঘোষণার পরেই মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামী পাঁচ বছর ৮০ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন সরবরাহ করবে কেন্দ্রীয় সরকার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
ভোপাল শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ ১৬:৪৬
মধ্যপ্রদেশের সভায় নরেন্দ্র মোদী।

মধ্যপ্রদেশের সভায় নরেন্দ্র মোদী। ছবি: টুইটার থেকে নেওয়া।

নির্বাচনী আচরণবিধি অমান্যের অভিযোগ উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রদেশে দামোহে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে এ বিষয়ে কংগ্রেসের তোলা অভিযোগ প্রসঙ্গে কটাক্ষ করেছেন তিনি। বিজেপির জনসভায় বুধবার মোদীর মন্তব্য, ‘‘কংগ্রেস বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে যদি নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পাপ করতে চায়, তো করুক। আমি মানুষের ভালর জন্য কাজ করে যাব।’’

Advertisement

পাঁচ রাজ্যে বিধানসভা ভোট ঘোষণার পরেই মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামী পাঁচ বছর ৮০ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন সরবরাহ করবে কেন্দ্রীয় সরকার। শনিবার ছত্তীসগঢ়ে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে তিনি বলেছিলেন, ‘‘আমি সিদ্ধান্ত নিয়েছি, বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প আরও ৫ বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালবাসা এবং আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।’’

ভোটের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর সরকারি কর্মসূচি ঘোষণাকে ‘নির্বাচনী আচরণবিধি ভঙ্গ’ বলে অভিযোগ করেছিল কংগ্রেস। কিন্তু তা খারিজ করে এ বার মধ্যপ্রদেশের জনতাকে আগামী পাঁচ বছর বিনামূল্যে রেশন সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাশাপাশি, তাঁর অঙ্গীকার পরবর্তী লোকসভা নির্বাচনে জিতে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তিতে পরিণত করবেন তিনি। মধ্যপ্রদেশের পূর্বতন মুখ্যমন্ত্রী কমল নাথের সরকার এবং রাজস্থান ও ছত্তীসগঢ়ের কংগ্রেস সরকার ‘দুর্নীতগ্রস্ত’ বলে অভিযোগ তুলে মোদী বলেন, ‘‘উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে ওদের মুখ্যমন্ত্রীরা কালো টাকা জমিয়েছেন। তার খোঁজও মিলেছে।’’

Advertisement
আরও পড়ুন