নতুন সংসদ ভবনে প্রথম অধিবেশন। ছবি: টুইটার।
হই-হট্টগোলের জেরে বুধবার পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভার অধিবেশন।
মহিলা সংরক্ষণ বিল নিয়ে মন্তব্য করতে চাইলেন না রাহুল গান্ধী। মঙ্গলবার সংসদের বাইরে সংবাদমাধ্যমে কংগ্রেস সাংসদ বলেন, ‘‘এখনই মন্তব্য করব না।’’
বিরোধীদের হট্টগোলের মধ্যে সংসদের নতুন ভবনের লোকসভায় মঙ্গলবার পেশ করা হল মহিলা সংরক্ষণ বিল। বিলটি পেশ করলেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।
প্রধানমন্ত্রীর পর সংসদের নতুন ভবনের লোকসভায় বক্তৃতা করেন অধীর চৌধুরী। মহিলা সংরক্ষণ বিলের ইতিহাস নিয়ে কথা বলেন অধীর। অধীর বলেন যে, কংগ্রেস আমলে বিলটি আনা হয়েছিল। উদ্যোগী হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। যার প্রতিবাদ জানান শাসকদলের সাংসদেরা। অধীরের পর বক্তব্য শুরু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অধীর অসত্য তথ্য দিচ্ছেন বলে দাবি করেন শাহ।
সংসদের নতুন ভবনে বিশেষ অধিবেশনে পেশ করা হবে মহিলা সংরক্ষণ বিল। এই বিলের নাম দেওয়া হল ‘নারী শক্তি বন্দন’।
মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘‘মহিলা সংরক্ষণ বিল আগেও পেশ করা হয়েছে। কিন্তু পাশ করানো হয়নি। ভগবান হয়তো এটা করার (মহিলা সংরক্ষণ বিল) জন্য আমায় বেছে নিয়েছেন। মা-বোনেদের আশ্বস্ত করছি। এই বিলকে আইনে পরিণত করার জন্য আমরা সংকল্পবদ্ধ।’’
নতুন সংসদ ভবনে প্রথম বার বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঘড়ির কাঁটায় ১টা ১৫ মিনিট। সংসদের নতুন ভবনে প্রথম বার অধিবেশন বসল।
নতুন সংসদ ভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
#WATCH | Prime Minister Narendra Modi, Union Home Minister Amit Shah, Defence Minister Rajnath Singh, Union Ministers Piyush Goyal, Nitin Gadkari and other parliamentarians enter the New Parliament building. pic.twitter.com/kis6atj56K
— ANI (@ANI) September 19, 2023
রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেন,‘‘সংসদের নতুন ভবন আত্মনির্ভরতার প্রতীক।’’
সংসদের পুরনো ভবনের নাম হবে ‘সংবিধান সদন’। মঙ্গলবার সেন্ট্রাল হলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী বললেন, ‘‘ভবিষ্যতের কথা ভেবে আমাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। দক্ষতা বৃদ্ধিতে আমরা জোর দিচ্ছি।’’
ভারতের চন্দ্রাভিযানের সাফল্য নিয়ে আবার সরব হলেন প্রধানমন্ত্রী। বললেন, ‘‘চন্দ্রযান ৩-এর সাফল্যের পর দেশের যুবকদের মধ্যে বিজ্ঞান নিয়ে আগ্রহ বেড়েছে। আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হবে।’’
পুরনো ভবনের স্মৃতিচারণা করতে গিয়ে ৩৭০ ধারা, ৩৭৭ ধারা বাতিলের প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, ‘‘মুসলিম মা-বোনেরা বিচার পেয়েছেন এই ভবনে। তিন তালাক রদ করা হয়েছে। রূপান্তরকামীরা ন্যায় পেয়েছেন। ৩৭৭ ধারা রদ করা হয়েছে। ৩৭০ ধারা অবলুপ্ত করা হয়েছে। এমন অনেক কিছু হয়েছে এই ভবনে।’’
বিশ্বের তৃতীয় অর্থব্যবস্থায় পরিণত হবে ভারত, সেন্ট্রাল হলে বক্তৃতায় এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, ‘‘ভারত বিশ্বের পঞ্চম অর্থব্যবস্থায় পৌঁছেছে। বিশ্বের তৃতীয় অর্থব্যবস্থায় পরিণত হবে ভারত।’’
আত্মনির্ভর ভারত গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। বললেন, ‘‘আত্মনির্ভর ভারতের সংকল্প পূরণ করতে হবে আমাদের। আমরা কৃষিপ্রধান দেশ। কৃষিতে আমাদের আত্মনির্ভর হতে হবে। দেশের যুবশক্তির উপর অগাধ বিশ্বাস রয়েছে।’’
নতুন সংসদ ভবনে অধিবেশন শুরুর আগে সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ‘‘নতুন সংসদ ভবনের হাত ধরে নতুন ভবিষ্যতের সূচনা হল।’’
#WATCH | Special Session of Parliament | PM Narendra Modi says, "Today, we are going to have the beginning of a new future in the new Parliament building. Today, we are going to the new building with the determination to fulfil the resolve of a developed India." pic.twitter.com/FNuI8c4lzz
— ANI (@ANI) September 19, 2023
সেন্ট্রাল হলে বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, ‘‘নতুন সংসদ ভবন সকলের জন্য নতুন আশা-আকাঙ্ক্ষা নিয়ে আসবে।’’
সেন্ট্রাল হলে পীযূষ গোয়েল বলেন, ‘‘সংসদের নতুন ভবন ঐতিহ্য এবং আধুনিকতার জ্বলন্ত দৃষ্টান্ত।’’