Narendra Modi

All Party Meeting: ‘নিয়ম মেনে’ বিতর্ক চান মোদী, সংসদে নিজে একটু সময় দিন, বলল তৃণমূল

রবিবার সর্বদলীয় বৈঠকে মোট ৩৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংসদে বাদল অধিবেশন শুরুর আগের দিন হল এই বৈঠক।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ২২:৩৪

ছবি: টুইটার থেকে।

সংসদে বাদল অধিবেশন শুরুর আগের দিন সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, তাঁর সরকার নিয়ম মেনে যে কোনও বিষয়ে বিরোধীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত। তার পরই পাল্টা কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি টুইটারে লেখেন, ‘আপনি নিজে বৈঠকে ৯ মিনিট ছিলেন।’

রবিবার সর্বদলীয় বৈঠকে মোট ৩৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে মোদী জানান, তাঁর সরকার কোনও রকমের আলোচনাকে ভয় পায় না। আলোচনার পরেই বিল পাশ করার চিন্তাভাবনা করছে তারা। আসন্ন অধিবেশনে মোট ৩০টি বিল পেশ করার পরিকল্পনা করেছে মোদী সরকার। সেই প্রসঙ্গেই এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Advertisement

বৈঠকের পরে টুইট করেন মোদী। তিনি লেখেন, ‘সংসদে বাদল অধিবেশনের আগে সর্বদল বৈঠকে যোগ দিলাম। আশা করছি একটি ফলপ্রসূ অধিবেশন হবে। নির্দিষ্ট নিয়ম মেনে সব বিষয়ে আলোচনা করব আমরা।’

পাল্টা ডেরেক টুইটারে লেখেন, ‘সর্বদল বৈঠক চলেছে ২ ঘণ্টা ৪০ মিনিট। আমরা ওই বৈঠকে আপনাকে পেয়েছি মাত্র ৯ মিনিট। বক্তব্য শুনেছে মাত্র ৩ মিনিট। ছবি তুলেছেন ২ মিনিট ধরে। আর আমাদের সঙ্গে কথা বলেছেন মাত্র ৪ মিনিট।’

যদিও বিরোধীরা আসন্ন অধিবেশনে মূল্যবৃদ্ধি, দেশের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে তৈরি। ইতিমধ্যেই কংগ্রেস, তৃণমূল-সহ সব বিরোধী দলের নেতারা সংবাদমাধ্যম ও নেটমাধ্যমে মোদী সরকারের সমালোচনা করেছে। অধিবেশনেও সেই আক্রমণ জারি রাখতে চাইছে তারা।

মোদী ছাড়াও বৈঠকে বিজেপি-র তরফে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী প্রমুখ উপস্থিত ছিলেন। বিরোধীদের মধ্যে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা মল্লিকার্জুণ খাড়গে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েনও উপস্থিত ছিলেন বৈঠকে।

Advertisement
আরও পড়ুন