TMC

TMC: কোচবিহারে তৃণমূল জেলা সভাপতির বাড়িতে দুষ্কৃতী হামলা, চলল গুলি, বিজেপি-র মতে গোষ্ঠীদ্বন্দ্ব

এ বিষয়ে জেলা বিজেপি-র সভানেত্রী মালতি রাভা রায় বলেন, ‘‘জেলায় তৃণমূলের যা অবস্থা তাতে গোষ্ঠীকোন্দল চরম আকার ধারণ করেছে।’’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৭:৩৮
পার্থপ্রতিম রায় (বাঁ দিকে), পার্থর বাড়ি (ডান দিকে)

পার্থপ্রতিম রায় (বাঁ দিকে), পার্থর বাড়ি (ডান দিকে) নিজস্ব চিত্র

কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়িতে দুষ্কৃতী হামলা। রবিবার দুপুর নাগাদ আচমকাই একটি মারুতি গাড়ি করে পাঁচ-ছ’জন দুষ্কৃতী তাঁর জিরানপুরের বাড়ির ভিতরে প্রবেশ করে গুলি চালায় বলে অভিযোগ।

জেলা সভাপতি পার্থর পৈতৃক বাড়ি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের জিরানপুরে। সেই বাড়িতে তাঁর বাবা-মা, দাদা-বৌদিরা থাকেন। কিন্তু তিনি তাঁর পরিবার নিয়ে কোচবিহারের গোলবাগান এলাকায় থাকেন। জিরানপুরের বাড়িতেই রবিবার হামলা চালায় দুষ্কৃতীরা।

Advertisement

এ বিষয়ে জেলা সভাপতি পার্থ বলেন, ‘‘ঘটনার কিছু পরেই বাবা আমাকে ফোন করেছিলেন। দুপুর নাগাদ মারুতি করে পাঁচ-ছ’জন দুষ্কৃতী আচমকাই বাড়ির ভিতরে প্রবেশ করে এবং কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় বাড়ির কেউ আহত হননি। পুরো বিষয়টি নিয়ে আমি থানায় লিখিত অভিযোগ জানাব। জেলার পুলিশ প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে। কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, সে ব্যাপারে আমিও ধন্ধে আছি।’’

এ বিষয়ে জেলা বিজেপি-র সভানেত্রী মালতি রাভা রায় বলেন, ‘‘জেলায় তৃণমূলের যা অবস্থা তাতে গোষ্ঠীকোন্দল চরম আকার ধারণ করেছে। মনে হচ্ছে, তার জেরেই জেলা সভাপতির বাড়িতে হামলা হয়েছে। জেলার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে।’’

Advertisement
আরও পড়ুন