IAF Jaguar Crash

ভেঙে পড়ল ভারতীয় সেনার বিমান! গুজরাতের জামনগরের দুর্ঘটনায় মৃত পাইলট

জামনগর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুয়ারদার গ্রামের এক মাঠে ভেঙে পড়ে জাগুয়ার বিমানটি। সঙ্গে সঙ্গে ধোঁয়া বার হতে থাকে। মাঠের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিমানের বেশ কয়েকটি জ্বলন্ত টুকরো।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১৫:১৮
Pilot killed after aircraft airborne from Jamnagar crashes during night mission

গুজরাতের জামনগরে ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর বিমান। ছবি: পিটিআই।

মাঝ আকাশে ভেঙে পড়ল একটি যুদ্ধবিমান! দুর্ঘটনায় মৃত্যু হল ভারতীয় বায়ুসেনার পাইলটের। গুরুতর জখম আরও এক জন। সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে এই দুর্ঘটনার কথা জানিয়েছে।

Advertisement

জানা গিয়েছে, গুজরাতের জামনগরে দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় বায়ুসেনা জানিয়েছ, বুধবার রাতে জামনগর বিমানবন্দর থেকে উড়েছিল আইএএফের জাগুয়ার বিমানটি । দুই আসনবিশিষ্ট ওই বিমান আকাশে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। সঙ্গে সঙ্গে পাইলট ওই বিমানটিকে বিমানঘাঁটি এবং জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যান। সেখানেই ভেঙে পড়ে সেটি। গুরুতর জখম হন বিমানে থাকা দু’জনই। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পাইলটের।

জামনগর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুয়ারদার গ্রামের এক মাঠে ভেঙে পড়ে জাগুয়ার বিমানটি। সঙ্গে সঙ্গে ধোঁয়া বার হতে থাকে। মাঠের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিমানের বেশ কয়েকটি জ্বলন্ত টুকরো। ঘটনাটি নজরে আসতে স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করে। পরে সেনাবাহিনীর সদস্যেরা এসে হাত লাগান উদ্ধারকাজে। বিমান থেকে পাইলটদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এক জনের মৃত্যু হয়েছে।

কী কারণে দুর্ঘটনা ঘটল? যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও কেনও ওই বিমানকে ওড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল? উঠছে এমন নানা প্রশ্ন। গোটা ঘটনা নিয়ে অন্তর্তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন