(বাঁ দিকে) সলমন খান। ধৃত যুবক (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
সলমন খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে কর্নাটক থেকে এক ঝালাইকর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বিখারাম বিশ্নোই। তিনি রাজস্থানের বাসিন্দা। কর্মসূত্রে কর্নাটকে থাকতেন। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
গোপন সূত্রে খবর পায় মুম্বই পুলিশের সন্ত্রাসদমন শাখা। তার পরই কর্নাটক পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারা। তল্লাশি চালিয়ে বিখারামকে কর্মস্থল থেকেই গ্রেফতার করে পুলিশ। তার পর মুম্বই পুলিশের এটিএসের হাতে তুলে দেওয়া হয়। তবে বিখারাম বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে জড়িত কি না, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। কেন সলমনকে খুনের হুমকি দিয়েছিলেন, তা-ও জানার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
গত সোমবারই নতুন করে খুনের হুমকি পেয়েছিলেন ‘ভাইজান’। মুম্বই ট্র্যাফিক পুলিশের কাছে হোয়াট্সঅ্যাপে হুমকি বার্তা আসে গ্যাংস্টার লরেন্সের ভাই আনমোল বিশ্নোইয়ের নাম করে। বলা হয়, যদি প্রাণে বাঁচতে চান, ক্ষমা চান, না হলে পাঁচ কোটি টাকা দিতে হবে। এক সপ্তাহের মধ্যে পর পর দু’বার নতুন করে খুনের হুমকি পাওয়ায় নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। এর আগেও গত ৩০ অক্টোবর ২ কোটি টাকা দাবি করে সলমনকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। এর আগে সলমনকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের নয়ডা থেকে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। হুমকি দিয়ে বলা হয়েছিল, পাঁচ কোটি টাকা না দিলে বাবা সিদ্দিকির মতো পরিণতি হবে সলমনের। তার পরই তদন্তে নেমে নয়ডার সেক্টর ৩৬ থেকে গুরফান খান নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।