Beedi in Flight

বিমানের শৌচালয়ে বিড়ি খেতে গিয়ে ধরা পড়লেন যাত্রী! কলকাতার উদ্দেশে রওনার আগেই গ্রেফতার

কলকাতাগামী বিমানের শৌচালয়ে ধূমপানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যাত্রীকে। গুজরাতের সুরাত থেকে বিমানে উঠেছিলেন তিনি। সহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তাঁকে পাকড়াও করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৪:০০
বিমানের শৌচালয়।

বিমানের শৌচালয়। — প্রতীকী চিত্র।

কলকাতাগামী বিমানে ধূমপানের অভিযোগে গ্রেফতার হলেন এক যাত্রী! ধৃতের নাম অশোক বিশ্বাস। গুজরাতের সুরাত বিমানবন্দর থেকে কলকাতাগামী একটি বিমানে উঠেছিলেন তিনি। বিমান রওনা দেওয়ার আগেই সেটির শৌচালয়ে প্রবেশ করে তিনি বিড়ি ধরান বলে অভিযোগ। শৌচালয় থেকে একটি আধপোড়া বিড়ি এবং দেশলাই বাক্সও উদ্ধার হয়। বিষয়টি নজরে আসতেই তাঁকে পুলিশের হাতে তুলে দেন সুরাত বিমানবন্দর কর্তৃপক্ষ।

Advertisement

পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দা অশোক কর্মসূত্রে থাকেন গুজরাতের নভসরিতে। পুলিশ সূত্রে খবর, গত ১৫ বছর ধরে নভসরিতে বাস করছেন তিনি। সেখানে একটি ওষুধের দোকানে কাজ করেন অশোক। পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গে আসছিলেন তিনি। ব্যাগের মধ্যে জামাকাপড়ের আড়ালে তিনি বিড়ি এবং দেশলাই বাক্স লুকিয়ে রেখেছিলেন।

বিমানবন্দরের কড়া নিরাপত্তা ব্যবস্থার পরেও তিনি কী ভাবে বিমানে দেশলাই বাক্স নিয়ে উঠলেন, তা এখনও স্পষ্ট নয়। বিমানবন্দর সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে সুরাত থেকে জয়পুর হয়ে কলকাতার উদ্দেশে যাওয়ার কথা ছিল ওই বিমানটির। যাত্রীরা বিমানে উঠে যাওয়ার পরেও কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি রওনা দিতে দেরি হচ্ছিল। বিমানটি বৃহস্পতিবার বিকেল ৪টে ৩৫ মিনিটে রওনা দেওয়ার কথা ছিল। বিকেল সাড়ে ৫টা নাগাদ বিমানের শৌচালয়ের কাছে বিমানকর্মী বিড়ির গন্ধ পান। সঙ্গে সঙ্গে তিনি বিমানের পাইলটকে বিষয়টি জানান। খবর দেওয়া হয় বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদেরও।

ওই ঘটনায় বিমানের সহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করে সুরাতের স্থানীয় থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই বিমানটিতে ৭০ জন যাত্রী ছিলেন। মানুষের জীবন বিপন্ন করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ১২৫ ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতের বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন