Madhya Pradesh Hospital

অক্সিজেনের পাইপ চুরি, মধ্যপ্রদেশের হাসপাতালে শ্বাসবায়ুর অভাবে ছটফট ১২ সদ্যোজাত শিশুর!

মধ্যপ্রদেশের একটি হাসপাতালে মঙ্গলবার রাতে অক্সিজেন পাইপ চুরি হয় বলে অভিযোগ। ১২ সদ্যোজাত শিশু অক্সিজেনের অভাবে ছটফট করতে শুরু করে। কোনও রকমে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৪
মধ্যপ্রদেশের হাসপাতালে সদ্যোজাতদের ওয়ার্ডে অক্সিজেনের জোগান বন্ধ হয়ে গিয়েছিল।

মধ্যপ্রদেশের হাসপাতালে সদ্যোজাতদের ওয়ার্ডে অক্সিজেনের জোগান বন্ধ হয়ে গিয়েছিল। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

হাসপাতালের অক্সিজেনের পাইপ চুরি করে পালাল চোর। তার জেরে বেশ কিছু ক্ষণ শ্বাসবায়ুর অভাবে ছটফট করতে হল সদ্যোজাত শিশুদের। পরে নতুন করে অক্সিজেনের জোগানের ব্যবস্থা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে এ যাত্রায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

Advertisement

ঘটনাটি মধ্যপ্রদেশের রাজগড়ের। মঙ্গলবার রাতে সেখানকার জেলা হাসপাতালে অক্সিজেনের পাইপ চুরি হয়ে যায় বলে অভিযোগ। ওই পাইপের মাধ্যমে হাসপাতালের নিউবর্ন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) অক্সিজেন সরবরাহ করা হচ্ছিল। পাইপ না-থাকায় ওই বিশেষ ওয়ার্ডে থাকা সদ্যোজাতদের অক্সিজেনের জোগান বন্ধ হয়ে যায়। ওই সময়ে ওই ওয়ার্ডে ২০ জন সদ্যোজাত শিশু চিকিৎসাধীন ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তাদের মধ্যে ১২ জন ছিল একান্ত ভাবেই অক্সিজেনের উপর নির্ভরশীল। ফলে অক্সিজেন বন্ধ হয়ে যাওয়ায় তারা সমস্যায় পড়ে।

অক্সিজেনের জোগান বন্ধ হয়ে গেলে এনআইসিইউ থেকে শিশুদের কান্নার আওয়াজ ভেসে আসতে শুরু করে। শ্বাসবায়ুর অভাবে তারা ছটফট করছিল। সেই দৃশ্য দেখে হাসপাতালের নার্স এবং অন্য কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় কর্তৃপক্ষকে। দ্রুত একটি বড় অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হয়। তার পর শিশুরা শান্ত হয়।

এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কর্মীরা জানিয়েছেন, যে পাইপটি চুরি করা হয়েছে, তা তামার তৈরি। অন্তত ১০ থেকে ১৫ ফুট দীর্ঘ ছিল ওই পাইপ। দ্রুত বিকল্প অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা না-গেলে ওই রাতে হাসপাতালে এক বা একাধিক শিশু মৃত্যু পর্যন্ত ঘটতে পারত। রাজগড়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিরণ ওয়াদিয়া জানিয়েছেন, সাময়িক ভাবে হাসপাতালে অক্সিজেন পরিষেবা বিঘ্নিত হয়েছিল। কর্মীদের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

Advertisement
আরও পড়ুন