Puri Jagannath Temple

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর দিন শেষ, নতুন বছরে পুরীর মন্দিরে চালু হচ্ছে নয়া ব্যবস্থা

মন্দিরের প্রধান প্রশাসক অরবিন্দ পাড়হী জানিয়েছেন, নাটমণ্ডপে পুণ্যার্থীদের যাত্রা মসৃণ করতে ব্যারিকেড করে ছ’টি লাইন তৈরি করা হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১১:৩৪
পুরীর জগন্নাথ মন্দির। ফাইল চিত্র।

পুরীর জগন্নাথ মন্দির। ফাইল চিত্র।

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না পুণ্যার্থীদের। শুধু তা-ই নয়, প্রতিবন্ধী, মহিলা এবং শিশুরাও যাতে সহজে মন্দির দর্শন করতে পারেন তার জন্য আগামী বছরের ১ জানুয়ারি থেকেই নয়া ব্যবস্থা চালু হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে। বিগ্রহ যাতে ভাল ভাবে দর্শন করতে পারেন পুণ্যার্থীরা তার জন্য নাটমণ্ডপে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement

বিগ্রহ দর্শনে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি, ঠেলাঠেলি হয়। এ বার যাতে সে রকম পরিস্থিতি সৃষ্টি না হয়, সুষ্ঠু ভাবে পুণ্যার্থীরা যাতে নাটমণ্ডপ থেকেই বিগ্রহ দর্শন করতে পারেন তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মন্দিরের প্রধান প্রশাসক অরবিন্দ পাড়হী জানিয়েছেন, নাটমণ্ডপে পুণ্যার্থীদের যাত্রা মসৃণ করতে ব্যারিকেড করে ছ’টি লাইন তৈরি করা হবে। তাতে মহিলা, পুরুষ, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা আলাদা লাইনের ব্যবস্থা থাকবে। সূত্রের খবর, নাটমণ্ডপে এসিরও ব্যবস্থা করা হবে।

রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন সম্প্রতি নতুন ব্যবস্থা চালু করা নিয়ে একটি বৈঠক করেন। মন্দিরে পুণ্যার্থীরা যাতে সহজেই বিগ্রহ দর্শন করতে পারেন, সেই দর্শন যাতে মসৃণ ভাবে হয়, তা নিয়ে আলোচনাও হয় বলে সূত্রের খবর। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরই নতুন বছর থেকে পুণ্যার্থীদের জন্য মন্দির দর্শনের নয়া ব্যবস্থা চালু হচ্ছে বলে সূত্রের খবর।

Advertisement
আরও পড়ুন