NEET Aspirant Raped in Kanpur

নিট পড়ুয়াকে ধর্ষণ, মাসের পর মাস ব্ল্যাকমেল! উত্তরপ্রদেশে নামী কোচিং সেন্টারের দুই শিক্ষক ধৃত

কানপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অভিষেক পাণ্ডে জানান, নির্যাতিতা তাঁদের কাছে অভিযোগ জানিয়েছেন, দু’টি পৃথক ঘটনায় তাঁকে ধর্ষণ করেন দুই শিক্ষক। দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১৭:৫৩
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

নিট পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের কানপুরের একটি নামী কোচিং সেন্টারের দুই শিক্ষকের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, মাসের পর মাস ওই পড়ুয়াকে ব্ল্যাকমেল করা হচ্ছিল বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসে কোচিং সেন্টারের অন্য এক পড়ুয়াকে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পরই। কোচিং সেন্টারের একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছিল। অন্য এক পড়ুয়াকে হেনস্থার বিষয়টি প্রকাশ্যে আসতেই নিট পড়ুয়া পুলিশে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে প্রথমে এক শিক্ষককে গ্রেফতার করা হয়। তার কয়েক দিন বাদে আরও এক শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ২০২৪ সালের শুরুতে কানপুরের কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন ওই নিট পড়ুয়া। অভিযোগ, জীববিদ্যার শিক্ষক ওই নিট পড়ুয়াকে তাঁর বাড়িতে ডেকে পাঠান। পড়ুয়াকে বলা হয়েছিল, আরও অনেক পড়ুয়া থাকবেন। সকলে মিলে পার্টি করা হবে। নির্যাতিতার অভিযোগ, তিনি যখন ওই শিক্ষকের ফ্ল্যাটে পৌঁছন, গিয়ে দেখেন সেখানে অন্য কোনও পড়ুয়া নেই। অভিযোগ, পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে পড়ুয়াকে খাওয়ানো হয়। তার পর তাঁকে ধর্ষণ করা হয়। এমনকি সেই ঘটনার ভিডিয়োও তুলে রাখা হয়।

নির্যাতিতার আরও অভিযোগ, জীববিদ্যার শিক্ষক ওই ভিডিয়ো দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করতেন। মাসের পর মাস ধর্ষণ করেছেন। এমনকি মাঝেমধ্যে নিজের ফ্ল্যাটে বন্দি বানিয়ে রাখতেন। শিক্ষকের ফ্ল্যাটে পার্টি হলেই তাঁকে জোর করে নিয়ে আসা হত। এ রকমই একটি পার্টিতে কোচিং সেন্টারের রসায়নের এক শিক্ষক তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। তাঁর অভিযোগের ভিত্তিতে দুই শিক্ষককেই গ্রেফতার করেছে পুলিশ। কানপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অভিষেক পাণ্ডে জানান, নির্যাতিতা তাঁদের কাছে অভিযোগ জানিয়েছেন, দু’টি পৃথক ঘটনায় তাঁকে ধর্ষণ করেন দুই শিক্ষক। দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন