Lawrence Bishnoi Brother

সলমন-ভবনে গুলিকাণ্ডে অভিযুক্ত, মাথার দাম ১০ লক্ষ! লরেন্সের ভাইকে দেশে ফেরানোর উদ্যোগ

চলতি বছরের এপ্রিল মাসে মুম্বইয়ের বান্দ্রায় সলমন খানের বাড়ির সামনে গুলি চলেছিল। ওই মামলায় অন্যতম অভিযুক্ত লরেন্সের ভাই আনমোল ওরফে ভানু। আমেরিকায় তাঁকে দেখা গিয়েছে বলে তথ্য পেয়েছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১০:৩৩
লরেন্স বিশ্নোই। ২০১৫ সাল থেকে জেলবন্দি রয়েছেন তিনি।

লরেন্স বিশ্নোই। ২০১৫ সাল থেকে জেলবন্দি রয়েছেন তিনি। —ফাইল চিত্র।

লরেন্স বিশ্নোইয়ের ছোট ভাই আনমোল বিশ্নোই ওরফে ভানুকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করল মুম্বই পুলিশ। সলমন খানের বাড়ির সামনে গুলি চলার ঘটনার নেপথ্যে তাঁর যোগ রয়েছে বলে সন্দেহ পুলিশের। ওই মামলায় অন্যতম অভিযুক্ত আনমোল। তিনি বর্তমানে রয়েছেন আমেরিকায়। সম্প্রতি আমেরিকা থেকে এ বিষয়ে কিছু নির্দিষ্ট তথ্য আসে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার হাতে। এর পরই মুম্বই পুলিশ লরেন্সের ভাইকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে।

Advertisement

লরেন্স ২০১৫ সাল থেকে গুজরাতের সবরমতী জেলে বন্দি রয়েছেন। তাঁর হয়ে বিশ্নোই গ্যাংয়ের বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম আনমোলই পরিচালনা করেন বলে পুলিশ সূত্রে খবর। তাঁকে দেশে ফেরানোর অনুমতি চেয়ে গত মাসেই মুম্বইয়ের এক নিম্ন আদালতে আবেদন জানিয়েছিল পুলিশ। এ ক্ষেত্রে নির্দিষ্ট ভাবে সলমনের বাড়ির সামনে গুলি চলার ঘটনার কথাও আদালতে উল্লেখ করেছিল পুলিশ। ওই ঘটনার তদন্ত শুরুর পর থেকে আনমোলের কোনও খোঁজ পাচ্ছিল না পুলিশ। তাঁকে পলাতক হিসাবে চিহ্নিত করা হয়েছিল।

গত এপ্রিল মাসে মুম্বইয়ের বান্দ্রায় সমলনের বাড়ির সামনে গুলি চলেছিল। ওই ঘটনায় মুম্বই পুলিশের পাশাপাশি তদন্ত চালাচ্ছে এনআইএ-ও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারও সন্দেহ, ওই গুলি চলার ঘটনায় যোগ রয়েছেন আনমোলের। তাঁর গ্রেফতারিতে সাহায্যের জন্য কোনও তথ্য দিতে পারলে ১০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল এনআইএ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আনমোল কানাডায় বাস করলেও ঘন ঘন আমেরিকায় যাতায়াত করেন। আনমোলকে আমেরিকায় দেখা গিয়েছে বলে সম্প্রতি তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে কিছু নির্দিষ্ট তথ্য এসেছে। সেই তথ্যের ভিত্তিতেই এ বার লরেন্সের ভাইকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করল মুম্বই পুলিশ।

সলমনের বাড়ির সামনে গুলি চলার ঘটনা-সহ মোট ১৮টি মামলায় অভিযোগ রয়েছে আনমোলের বিরুদ্ধে। ২০২২ সালের মে মাসে পঞ্জাবি সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার হত্যাতেও তাঁর যোগ রয়েছে বলে সন্দেহ করা হয়। মুসেওয়ালার উপর হামলায় অভিযুক্ত আততায়ীদের অস্ত্রের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে লরেন্সের ভাইয়ের বিরুদ্ধে।

আরও পড়ুন
Advertisement