Indians in Russian Army

১২ জন মৃত, ‘নিখোঁজ’ ১৬! রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের পরিসংখ্যান দিল বিদেশ মন্ত্রক

দিন কয়েক আগেই রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বিনিল বাবু নামে কেরলের এক বাসিন্দার মৃত্যুর খবর মিলেছে। বিদেশ মন্ত্রক তা নিশ্চিত করেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৯:৪১
MSE said that 12 Indians fighting for Russia in Ukraine war killed, 16 \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'missing\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রুশ সেনাবাহিনী। —ফাইল চিত্র।

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে ‘লড়াই’ করে এখনও পর্যন্ত ১২ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। শুধু তা-ই নয়, ১৬ জন ভারতীয়ের নাকি কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না! এমনই জানাল ভারতের বিদেশ মন্ত্রক।

Advertisement

শুক্রবার সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘রুশ সেনাবাহিনীতে কর্মরত ১২৬ জন ভারতীয়ের খবর মিলেছে এখনও পর্যন্ত। তাঁদের মধ্যে ৯৬ জনকে ইতিমধ্যেই ভারতে ফিরিয়ে আনা হয়েছে। মৃত্যু হয়েছে ১২ জনের। বাকি ১৮ জনের মধ্যে ১৬ জন এখনও নিখোঁজ।’’ রুশ সেনাবাহিতে কর্মরত ভারতীয়দের দ্রুত ফিরিয়ে আনার ব্যাপারে বিদেশ মন্ত্রক ভ্লাদিমির পুতিনের সরকারের সঙ্গে যোগাযোগ করছে।

দিন কয়েক আগেই রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বিনিল বাবু নামে কেরলের এক বাসিন্দার মৃত্যুর খবর মিলেছে। বিদেশ মন্ত্রক তা নিশ্চিত করেছে। পেশায় বিদ্যুৎমিস্ত্রি বিনিল মোটা বেতনের চাকরির টোপে ফেঁসে যান । বিনিল এবং তাঁর এক বন্ধু রাশিয়ায় পাড়ি দিয়েছিলেন। যদিও পরে তাঁরা জানতে পারেন, সেখানে তাঁদের কাজ করতে হবে রুশ সেনার হয়ে। বিনিলের পরিবারের দাবি, তাদের ছেলে বিনিল এবং তাঁর বন্ধু জৈনকে ড্রোন হামলায় আহত হন। পরে বিনিলের মৃত্যু হয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিনিলের দেহ দ্রুত দেশে ফেরাতে মস্কোর সঙ্গে যোগাযোগ করেছে দিল্লি।

২০২৪ সালের শুরুর দিকেই রুশ সেনায় ভারতীয়দের নিয়োগের বিষয়টি নজরে আসে। রুশ সেনার সহযোগী হিসাবে চুক্তিভিত্তিক নিযুক্ত করা হয়েছিল প্রায় শতাধিক ভারতীয়কে। এ ক্ষেত্রে চাকরির প্রলোভন দেখিয়ে ওই ভারতীয়দের রুশ সেনায় নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। এমনকি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতেও তাঁদের ব্যবহার করা হয়েছিল বলে খবর। শুধুমাত্র ভারতীয়দের নয়, ইউক্রেনের সঙ্গে সংঘাতের আবহে বিভিন্ন দেশের নাগরিকদের রুশ সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। নেপালেরও প্রায় দুশো নাগরিককে রুশ বাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছিল বলে খবর ছড়ায়।

রুশ সেনাবাহিনীতে ভারতীদের উপস্থিতি বিষয়ে গত বছর জুলাইয়ে রাশিয়া সফরে সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একান্ত বৈঠকে ভারতীয় নাগরিকদের ছেড়ে দেওয়ার ব্যাপারে ‘বন্ধু’ পুতিনকে অনুরোধ করেন তিনি। তার পর থেকেই একে একে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকদের ছেড়ে দেওয়ার কাজ শুরু করে পুতিন সরকার। কিন্তু তার পরও এখনও কয়েক জন ভারতীয় রুশ সেনাবাহিনীতে আছেন। তাঁদেরই ফেরানোর ব্যাপারে আবার এক বার তৎপর হল দিল্লি।

Advertisement
আরও পড়ুন