Crime

ট্রাক থেকে পাঁচ লক্ষ টাকার ডিম লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা

ডিম বোঝাই ট্রাক লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের। এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৩ ১৩:০৪
representative photo of crime

—প্রতীকী চিত্র।

বাজারে টোম্যাটো অগ্নিমূল্য। দেশের বিভিন্ন এলাকায় টোম্যাটো চুরির অভিযোগও উঠেছে। এই আবহে এ বার একটি ট্রাক থেকে ডিম লুটের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের লখনউতে। ট্রাক থেকে যে পরিমাণ ডিম লুট করা হয়েছে বলে অভিযোগ, তার দাম প্রায় পাঁচ লক্ষ টাকা। এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ১৯ জুন লুটের ঘটনা ঘটে বলে অভিযোগ। মতিলাল নামে এক চালক ডিম নিয়ে ট্রাক চালিয়ে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন মুন্নালাল নামে এক যুবক। অভিযোগ, মাঝপথে তাঁদের ট্রাক আটকায় কয়েক জন দুষ্কৃতী। তাঁরা একটি এসইউভিতে করে যাচ্ছিলেন।

ট্রাক চালকের সঙ্গে দুষ্কৃতীদের বচসা বাধে। ট্রাক চালক এবং তাঁর সঙ্গীকে মারধর করা হয় বলেও অভিযোগ। তার পরই ডিম লুট করে চম্পট দেন অভিযুক্তেরা। এই ঘটনার তদন্তে নেমে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে এক জন ডিম ব্যবসায়ী রয়েছেন। লুট হওয়া ডিমগুলি উদ্ধার করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন