—প্রতিনিধিত্বমূলক ছবি।
আবারও কাশ্মীরে জঙ্গিদের নিশানায় ভিন্রাজ্যের বাসিন্দা। শুক্রবার মধ্য কাশ্মীরের বদগাঁও জেলায় মাগাম এলাকায় চলল গুলি। জঙ্গিদের গুলিতে জখম হলেন দুই পরিযায়ী শ্রমিক।
জানা গিয়েছে, শুক্রবার বিকেলের পর আচমকাই একদল জঙ্গি হামলা চালায় বদগাঁও। গুলিতে আহত দুই শ্রমিকের নাম সফিয়ান এবং উসমান মালিক। দু’জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁদের উদ্ধার করে শ্রীনগরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। দু’জনের অবস্থাই আশঙ্কাজনক।
জঙ্গি হামলার পরই বদগাঁওয়ে পৌঁছয় ভারতীয় সেনা। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে তারা। তবে এই ঘটনার নেপথ্যে কোন জঙ্গি সংগঠন রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এই নিয়ে গত দু’সপ্তাহে কাশ্মীরে তিন বার পরিযায়ী শ্রমিকের উপরে হামলা চালাল জঙ্গিরা।
গত ২০ অক্টোবর গান্ডেরবাল জেলার সোনমার্গে জঙ্গি হানায় মৃত্যু হয় অন্তত সাত জনের। মৃতদের মধ্যে ছিলেন ছ’জন শ্রমিক এবং এক চিকিৎসক। হামলার দায় স্বীকার করে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামে এক জঙ্গিগোষ্ঠী। পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা থেকে এই সংগঠনের জন্ম। কাশ্মীর উপত্যকায় এর আগেও একাধিক নাশকতামূলক কাজে নাম জড়িয়েছিল টিআরএফের। সেই রেশ কাটতে না কাটতেই গত সোমবার পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় বাতাগুন্ড গ্রামে এক পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তিনিও উত্তরপ্রদেশের বাসিন্দা।