Assam Incident

পথদুর্ঘটনায় মৃত বাবা ও কন্যার দেহ রাস্তা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে গেল পুলিশ! উঠল নিন্দার ঝড়

ঘটনাস্থল থেকে দেহ অ্যাম্বুল্যান্সে তোলার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, এক পুলিশ অফিসার নীল প্লাস্টিকে মোড়া দু’টি দেহ রাস্তার উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৯:৫৯
Assam cops drag bodies of father and daughter on road after accident

অসমে মৃত বাবা ও কন্যার দেহ রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত।

অসমে পথদুর্ঘটনায় মৃত বাবা-মেয়ের দেহ প্লাস্টিকে মুড়ে টানতে টানতে গাড়িতে তুললেন এক পুলিশ আধিকারিক। সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ওই ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। তার পরই নড়েচড়ে বসেছে অসম পুলিশ। অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসমের দাররং জেলায় পথদুর্ঘটনায় মৃত্যু হয় মথুরানাথ ডেকা এবং তাঁর কন্যা নন্দিতার। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে নন্দিতা পড়তেন। তাঁকে বিশ্ববিদ্যালয়ে আনতে গিয়েছিলেন মথুরানাথ। স্কুটিতে চেপে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। সাকটোলা এলাকায় জাতীয় সড়কে উপর ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে স্কুটিটির। রাস্তায় ছিটকে পড়েন বাবা, কন্যা— দু’জনেই। সেই সময় অন্য দিক থেকে আসা একটি ট্রাক পিষে দেয় তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।

ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাস্থল থেকে দেহ অ্যাম্বুল্যান্সে তোলার ভিডিয়োই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক পুলিশ আধিকারিক নীল প্লাস্টিকে মোড়া দু’টি দেহ রাস্তার উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছেন।

ভিডিয়ো দেখে ক্ষোভ উগরে দিয়েছেন নেটাগরিকেরা। ঘটনা প্রকাশ্যে আসার পরেই অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করেছে পুলিশ। অসম পুলিশের ডিজি জিপি সিংহ তদন্তের নির্দেশ দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন