Merchant Navy Officer Murder

সৌরভকে খুনের কারণ কী, জেরায় পুলিশের কাছে কী দাবি করলেন মুস্কান? কোন তথ্য উঠে এল

মেরঠ পুলিশের একটি সূত্রের দাবি, কেন সৌরভকে খুন করেছেন মুস্কান, এই উত্তর বার করার ক্রমাগত চেষ্টা চালাচ্ছিলেন তদন্তকারী আধিকারিকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৬:১৮
(বাঁ দিকে) মুস্কান রস্তোগী। সৌরভ রাজপুত (ডান দিকে)। ফাইল চিত্র।

(বাঁ দিকে) মুস্কান রস্তোগী। সৌরভ রাজপুত (ডান দিকে)। ফাইল চিত্র।

স্বামী সৌরভ রাজপুতকে কেন খুন করেছেন, জেরায় তার কারণ মুস্কান জানিয়েছেন বলে মেরঠ পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। সৌরভকে হত্যার নেপথ্যে কোন কারণ, কেনই বা এই চরম পদক্ষেপ করতে হল মুস্কানকে, এই প্রশ্ন যেমন আমজনতার কাছে ঘুরছিল, তেমনই পুলিশও এই প্রশ্নেরই উত্তর বার করার চেষ্টা করছিলেন।

Advertisement

মেরঠ পুলিশের একটি সূত্রের দাবি, কেন সৌরভকে খুন করেছেন মুস্কান, ক্রমাগত এই উত্তর বার করার চেষ্টা চালাচ্ছিলেন তদন্তকারী আধিকারিকেরা। ওই সূত্রের দাবি, মুস্কান জানিয়েছেন, প্রেমিকা সাহিলকে নিয়ে নতুন করে সংসার পাততে চেয়েছিলেন। এ কথা সৌরভকেও জানিয়েছিলেন তিনি। কিন্তু সৌরভ কিছুতেই বিবাহবিচ্ছেদে রাজি হচ্ছিলেন না। শুধু তা-ই নয়, পুলিশের দাবি, জেরায় মুস্কান আরও জানিয়েছেন যে, তাঁর এবং সাহিলের সম্পর্কে বার বার বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন সৌরভ। তাই পথের কাঁটা হয়ে দাঁড়ানো সৌরভকে খুনের পরিকল্পনা করেন।

পুলিশকে মুস্কান আরও জানিয়েছেন, ২০২১ সালে সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা শুরু হয়েছিল ঠিকই। কিন্তু সৌরভ তো বটেই, তাঁর পরিবারও এই পথে যেতে রাজি ছিলেন না। বিবাহবিচ্ছেদের মামলা যখন চলছিল, সেই সময় মুস্কানের জীবনে সাহিলের প্রবেশ। তার পর ঘনিষ্ঠতা। সাহিলকে নিয়েই নতুন করে বাঁচার রাস্তা খুঁজছিলেন তিনি। মুস্কানের দাবি, সৌরভের জন্যই সেই পথ আটকে ছিল। বার বার বলা সত্ত্বেও সৌরভ তাঁদের সম্পর্কে বিচ্ছেদ টানতে রাজি হননি। শুধু তা-ই নয়, মুস্কানের আরও দাবি, তাঁর গতিবিধির উপর নজর রাখার জন্য এক বন্ধুকে কাজে লাগিয়েছিলেন সৌরভ, যা তাঁকে সৌরভের প্রতি আরও ক্ষিপ্ত করে তুলেছিল।

মুস্কান পুলিশকে আরও জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে ৩ মার্চ সৌরভের সঙ্গে অশান্তিও হয়। তার পরই সৌরভকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। জেরায় মুস্কান এ কথা স্বীকার করেছেন বলে দাবি মেরঠ পুলিশের। ঘটনাচক্রে, ৪ মার্চ রাতে সৌরভকে খুন করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় মুস্কান এবং তাঁর প্রেমিক সাহিল গ্রেফতারও হয়েছেন।

Advertisement
আরও পড়ুন