মুলায়ম সিংহ যাদব। ফাইল চিত্র।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদব শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। হরিয়ানার গুরুগ্রামের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-এ চিকিৎসাধীন সমাজবাদী পার্টি (এসপি) প্রতিষ্ঠাতাকে দেওয়া হচ্ছে জীবনদায়ী ওষুধ।
বৃহস্পতিবার ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে প্রকাশিত ‘মেডিক্যাল বুলেটিনে’ এ কথা জানানো হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক চেষ্টা সত্ত্বেও তাঁর তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি বলেও জানানো হয়েছে মেডিক্যাল বুলেটিনে।
গত রবিবার থেকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন মুলায়ম। হাসপাতাল সূত্রের খবর, ৮২ বছরের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা রয়েছে। মূত্রনালীতে রয়েছে সংক্রমণ। গত কয়েক দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ-সহ বিভিন্ন দলের নেতানেত্রীরা মুলায়মের ছেলে অখিলেশকে ফোন করে প্রবীণ নেতার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন।