Ambedkar Remarks Row

অম্বেডকর: মায়াবতীর আক্রমণ কংগ্রেসকে

অন্য বিরোধী দলগুলি যাকে বিজেপির ‘বি টিম’ হিসেবেই দেখে থাকে, সেই বিএসপি নেত্রী কিন্তু আজও অম্বেডকর প্রশ্নে কার্যত বিঁধেছেন কংগ্রেসকেই। প্রশ্ন তুলেছেন কংগ্রেসের এই সংক্রান্ত প্রতিবাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ০৭:৪৯
মায়াবতী।

মায়াবতী। —ফাইল চিত্র।

বি আর অম্বেডকর সংক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যে উত্তাল জাতীয় রাজনীতি। গোটা দেশে মাঠে নেমেছে কংগ্রেস। সংসদের ভিতরেও একত্রে প্রতিবাদ জানাচ্ছেন বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’র সাংসদেরা। এই পরিস্থিতিতে নড়ে বসেছেন দলিত নেত্রী তথা বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীও। অন্য বিরোধী দলগুলি যাকে বিজেপির ‘বি টিম’ হিসেবেই দেখে থাকে, সেই বিএসপি নেত্রী কিন্তু আজও অম্বেডকর প্রশ্নে কার্যত বিঁধেছেন কংগ্রেসকেই। প্রশ্ন তুলেছেন কংগ্রেসের এই সংক্রান্ত প্রতিবাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে। তাঁর বক্তব্য, ‘‘আসল কথা বহুজন সমাজে বাবাসাহেব-সহ কোনও সন্ত, গুরু বা মহান ব্যক্তিরা পূর্ণ সম্মান পেয়েছেন কেবল বিএসপি সরকারের সময়েই। বিজেপি বা কংগ্রেসের মতো জাতপাতে বিশ্বাসী দলের তা কখনই হজম হত না।’’

Advertisement

মায়াবাতীর মতে, কংগ্রেস এবং বিজেপি উভয়েই দলিত ভোটব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে অম্বেডকরের নাম নিচ্ছে।

নিজের এক্স হ্যান্ডলে মায়াবতী লেখেন, ‘সংসদের ভিতরে অমিত শাহ, বাবা সাহেব অম্বেডকরকে অপমান করায় গোটা দেশের মানুষ ক্রুদ্ধ। কিন্তু কংগ্রেস যেটা করছে, তা স্বার্থপর রাজনীতি ছাড়া কিছু নয়। তারা চিরকালই অম্বেডকরের স্বাধীনতা সংগ্রামকে খাটো চোখে দেখেছে, অবহেলা করেছে’। তাঁর অভিযোগ, অম্বেডকরের সমর্থকদের বিজয় যাত্রা বন্ধ করার জন্য এটা বিজেপি ও কংগ্রেসের এবং বিশেষ করে এসপি-র ষড়যন্ত্র। এসপি বহু জেলা, প্রতিষ্ঠান এবং জনকল্যাণমূলক প্রকল্পের নামও বদলে দিয়েছে বলে অভিযোগ বিএসপি নেত্রীর।

Advertisement
আরও পড়ুন