CPI Maoist

মাথার দাম ছিল সাত লক্ষ টাকা, প্রাণ বাঁচাতে সেই মাওবাদী কমান্ডারের আত্মসমর্পণ মহারাষ্ট্রে

চলতি মাসেই মহারাষ্ট্রের গঢ়ছিরৌলিতে নিরাপত্তাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন দুই মাওবাদী নেতা। তাঁদের মাথার মোট দাম ছিল আট লক্ষ টাকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ২১:৫৯
Maoist leader with Rs 7 lakh reward on his head surrenders in Gondia of Maharashtra

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কেন্দ্রীয় আধাসেনা এবং রাজ্য পুলিশের যৌথ অভিযানে মহারাষ্ট্র, ছত্তীসগঢ়ে ধারাবাহিক ভাবে মৃত্যু হচ্ছে মাওবাদী গেরিলাদের। আর সেই সঙ্গে বাড়ছে আত্মসমর্পণের প্রবণতাও। এ বার সেই তালিকায় যুক্ত হল বিদর্ভ এলাকার অন্যতম কমান্ডার দেব ওরফে অর্জুন ওরফে রাকেশ সুমদো মুদামের নাম। গোন্ডিয়া জেলা পুলিশের কাছে আত্মসমর্পণকারী এই নেতার মাথার দাম ছিল সাত লক্ষ টাকা।

Advertisement

মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র বিদর্ভ এলাকার কমান্ডার ছিলেন রাকেশ। মালাজখন্ড দলাম এবং ৯ নম্বর পামেড় প্লাটুনের দায়িত্বে ছিলেন তিনি। গোন্ডিয়ার পুলিশ সুপার গোরখ ভামরের দাবি, ২০১৪ সাল থেকে মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত রাকেশ মহারাষ্ট্রের গঢ়ছিরৌলি-সহ বিভিন্ন এলাকার পাশাপাশি ছত্তীসগঢ়েও একাধিক নাশকতায় অংশ নিয়েছেন।

ডিসেম্বরের গোড়ায় গঢ়ছিরৌলিতে দুই মাওবাদী কমান্ডার রামাসু পয়াম ওরফে নরসিংহ এবং রমেশ কুঞ্জম ওরফে গোবিন্দ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন। রামাসুর মাথায় দাম ছিল ছ’লক্ষ টাকা। রমেশের দু’লক্ষ। পুলিশ সূত্রের খবর, আত্মসমর্পণকারী কমান্ডারদের ‘সূত্র’ কাজে লাগিয়ে আগামী দিনে আরও কয়েক জন মাওবাদী নেতাকে মূল স্রোতে ফেরানো হতে পারে।

Advertisement
আরও পড়ুন