বাংলাদেশে ফিরে যেতে গিয়ে গ্রেফতার ২। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
এসেছিলেন ও পার থেকে। কিন্তু এলাকায় পুলিশি ধরপাকড় শুরু হওয়ায় তাঁরা ফিরে যাচ্ছিলেন ও পারে। সেই সময়েই পুলিশেই জালে ধরা পড়লেন দুই বাংলাদেশি। তাঁদের গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেলে টহলদারির সময় বৈকোলা এলাকায় দু’জনকে দেখে তাদের সন্দেহ হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ওই দু’জন চোরাপথে বাংলাদেশে যাওয়ার জন্য বৈকোলায় এসেছিলেন। ধৃতদের নাম দুলাল শেখ এবং পারুল বেগম। তাঁদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায়। ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করিয়েছে পুলিশ।
বাংলাদেশে ‘অস্থিরতা’র আবহে এ দেশে অনুপ্রবেশ যে বেড়েছে, তা আগেই জানিয়েছে বিএসএফ। সেই সঙ্গে ধরপাকড়ও শুরু হয়েছে। প্রায়ই নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনার মতো সীমান্ত রাজ্যগুলিতে বাংলাদেশি গ্রেফতারের ঘটনা প্রকাশ্যে আসছে। দিন দুয়েক আগেই ১০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছে নদিয়ার ধানতলা ও হাঁসখালি থানার পুলিশ। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থেকেও দুই বাংলাদেশিকে ধরা হয়েছে।