ভার্জিন আটলান্টিকের বিমানে গোলযোগের কারণে তুরস্কে আটকে যাত্রীরা। —ফাইল চিত্র।
তুরস্কের বিমানবন্দরে আটকে পড়েছেন ২০০-র বেশি ভারতীয়। ভার্জিন আটলান্টিক সংস্থার বিমানে লন্ডন থেকে মুম্বই আসছিলেন তাঁরা। মাঝ আকাশে এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে ওই বিমানের জরুরি অবতরণ করানো হয়। কিন্তু অভিযোগ, তার পর ৪০ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গিয়েছে। এখনও যাত্রীদের মুম্বই পৌঁছোনোর বন্দোবস্ত করা যায়নি। কবে রওনা দেওয়া যাবে, তা নিয়েও বিমান সংস্থা নিশ্চিত করে কিছু জানায়নি। অভিযোগ, বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা যাত্রীদের প্রয়োজনীয় খাবার, জল বা পর্যাপ্ত শৌচাগারের বন্দোবস্ত করতে পারেনি সংশ্লিষ্ট সংস্থা। প্রবল ঠান্ডায় দেওয়া হয়নি কম্বল। সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা।
ভার্জিন আটলান্টিকের বিমানে ২৫০ জনের বেশি যাত্রী ছিলেন। তাঁদের অধিকাংশই ভারতীয়। লন্ডন থেকে মুম্বই আসার পথে এক যাত্রী বিমানে অসুস্থ হয়ে পড়েন। বিমানটি তুরস্কে জরুরি অবতরণের পর দেখা যায়, তাতে যান্ত্রিক গোলযোগ রয়েছে। অভিযোগ, এর পর বিমান রওনার সময় সম্পর্কে নিশ্চিত করে আর কিছু বলতে পারেননি কর্তৃপক্ষ।
বিমান সংস্থার তরফে অবশ্য জানানো হয়েছে, যাত্রীদের বিকল্প হোটেলের বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। তাঁদের সমস্ত রকম সুযোগসুবিধা দেওয়া হচ্ছে। যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছেন কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, ‘‘যাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষা আমাদের প্রাধান্য। যে সমস্যা হয়েছে, আমরা তার জন্য ক্ষমাপ্রার্থী। বিমানের যান্ত্রিক ত্রুটি সেরে গেলে আমরা শুক্রবার, ৪ এপ্রিল স্থানীয় সময় রাত ১২টায় মুম্বইয়ের উদ্দেশে রওনা দেব। যদি তা না-হয়, তবে তুরস্কের অন্য বিমানবন্দরে যাত্রীদের বাসে করে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে বিকল্প বিমান মুম্বই যাবে শনিবার।’’
বিমানবন্দরে নানা অসুবিধার কথা জানিয়ে সমাজমাধ্যমে সরব হয়েছেন যাত্রীরা। অভিযোগ, প্রায় ৩০০ মানুষের জন্য একটিমাত্র শৌচাগার ছিল সেখানে। রাত কাটাতে হয়েছে বিমানবন্দরের বেঞ্চে বা মেঝেতে। সে সব ছবিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (সেগুলির সত্যতা অবশ্য যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আটকে থাকা যাত্রীদের ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগী মহারাষ্ট্র সরকারও। এক যাত্রী সমাজমাধ্যমে জানিয়েছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস সাহায্যের আশ্বাস দিয়েছেন। ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এক জন নোডাল অফিসারও নিয়োগ করেছে।