ISL 2024-25

শনিবার আইএসএল ফাইনালে আমন্ত্রণ পাননি ক্রীড়ামন্ত্রী অরূপ, কুণালের আঙুল দু’জনের দিকে

যুবভারতীতে হয়তো উপস্থিত থাকবেন না রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁকে আমন্ত্রণই জানানো হয়নি বলে অভিযোগ মোহনবাগানের সহ-সভাপতি কুণাল ঘোষের।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৪:৩৭
Aroop Biswas

বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। —ফাইল চিত্র।

আইএসএল কাপের ফাইনালে শনিবার মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি। কিন্তু যুবভারতীতে হয়তো উপস্থিত থাকবেন না রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ মোহনবাগানের সহ-সভাপতি কুণাল ঘোষের। তাঁর অভিযোগের তির সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এবং মোহনবাগানের সচিব দেবাশিস দত্তের বিরুদ্ধে। কল্যাণ গত বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন।

Advertisement

শনিবার সমাজমাধ্যমে কুণাল লেখেন, “যুবভারতীতে আজ ফুটবলের মহাযজ্ঞ। এফএসডিএল রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ করেনি। এটা রাজনৈতিক কারণে, এআইএফএফের বিজেপি সভাপতি কল্যাণ চৌবের অঙ্গুলিহেলনে। বাংলার বুকে ফাইনাল, কেন ক্রীড়ামন্ত্রীকে বলা হবে না? আরেকটি আক্ষেপ, খেলবে ভারতসেরা মোহনবাগান, তাদের তরফেও ক্রীড়ামন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ করা হয়নি। ফলে তিনি মাঠে যাচ্ছেন না। ক্লাব সহ-সভাপতি হিসেবে এই খবর পেয়ে খারাপ লেগেছে, মন্ত্রীকে দুঃখপ্রকাশ করেছি। ঘরোয়া ফোন আর আনুষ্ঠানিক সসম্মান আমন্ত্রণ এক নয় বুঝি। মন্ত্রীর পদমর্যাদায় তো নয়ই। তাঁর সিদ্ধান্ত বদল হচ্ছে না। সচিবকে জানাচ্ছি। এই আনুষ্ঠানিক সৌজন্যটা ক্লাবের দেখানো উচিত ছিল। যাঁরা আমন্ত্রণ বা টিকিটের বিষয়টি দেখছিলেন, একটা ফাঁক থেকে গিয়েছে।”

কুণাল তৃণমূলের মুখপাত্র। সেই দলের নেতা অরূপ। কুণাল আবার মোহনবাগানের সহ-সভাপতিও। সেই দলের তরফে অরূপকে কেন আমন্ত্রণ জানানো হল না, তা জানা যায়নি। সেই বিষয়ে জানার জন্য মোহনবাগান সচিব দেবাশিস দত্তের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনি এখন কথা বলতে পারবেন না বলে জানিয়েছেন। যদিও মোহনবাগানের একটি সূত্রে খবর, কুণালের পোস্টের পর অরূপকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করা হচ্ছে। আমন্ত্রণ জানানো হলে অরূপ যুবভারতীতে যান কি না সেই দিকে নজর থাকবে।

আইএসএল-এর আয়োজক এফএসডিএল। যদিও এটি দেশের এক নম্বর ফুটবল প্রতিযোগিতা। যে কারণে এআইএফএফ এই প্রতিযোগিতার সঙ্গে জড়িয়ে রয়েছে। সেই এআইএফএফ-এর প্রধান কল্যাণ। যিনি বিজেপি-র হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। জিততে পারেননি। কুণালের অভিযোগ, রাজনৈতিক কারণেই অরূপকে আমন্ত্রণ জানায়নি এফএসডিএল। যে সিদ্ধান্তের নেপথ্যে কল্যাণ রয়েছেন বলে মনে করছেন কুণাল। আনন্দবাজার ডট কম-এর তরফে কল্যাণের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি এখনও পর্যন্ত কোনও জবাব দেননি। তাঁর উত্তর পেলে এই প্রতিবেদনে তা যোগ করা হবে।

Advertisement
আরও পড়ুন