ইউটিউব দেখে ঘরেই অস্ত্রোপচারের চেষ্টা যুবকের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
ইউটিউব দেখে নিজের পেটে নিজেই অস্ত্রোপচার করতে গিয়েছিলেন যুবক। চিকিৎসকদের প্রতি আর তাঁর আস্থা ছিল না। কিন্তু পরিকল্পনা অনুযায়ী কাজ হল না। যা করতে চেয়েছিলেন তা তো পারলেনই না, উল্টে তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে তাঁকে হাসপাতালে ছুটতে হল।
উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা ৩২ বছরের রাজা বাবু। তাঁর পরিবারের সদস্যেরা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে তিনি পেটে যন্ত্রণা অনুভব করছিলেন। বেশ কয়েক জন চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। যন্ত্রণা কমেনি। ইউটিউবের সাহায্য নিয়ে নিজেই নিজের পেটে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন যুবক। সেই অনুযায়ী প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনেন। পরিবারের লোকজন সে কথা জানতেও পারেননি।
একাধিক ভিডিয়ো দেখে অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় ওষুধ, সার্জিক্যাল ব্লেড, অ্যানেস্থেশিয়ার (দেহের কোনও অংশ অবশ করে দেওয়া) ইঞ্জেকশন কিনে আনেন যুবক। নিজের ঘরেই অ্যানেস্থেশিয়ার পর ব্লেড দিয়ে পেট কেটে ফেলেন তিনি। কিন্তু কিছু ক্ষণের মধ্যে অ্যানেস্থেশিয়ার প্রভাব কেটে যায়। অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে আসেন যুবক। তাঁর পরিবারের সদস্যেরা সেই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েছিলেন। দ্রুত ওই যুবককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান তাঁরা।
যুবকের আত্মীয় জানিয়েছেন, ১৮ বছর আগে তাঁর অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার হয়েছিল। তার পর থেকে আর তেমন কোনও সমস্যা হয়নি পেটে। কিন্তু কিছু দিন আগে থেকেই যুবক জানাচ্ছিলেন, তাঁর পেটে যন্ত্রণা করছে। একাধিক ডাক্তারের কাছে গিয়েও যন্ত্রণা কমেনি। কিন্তু তিনি যে নিজেই অস্ত্রোপচারের তোড়জোড় করছেন, তা ঘুণাক্ষরেও কেউ টের পাননি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও যুবকের অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন যুবক।