মুম্বইতে পুত্রকে কাঁচি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন বাবা। —প্রতীকী চিত্র।
সন্তানকে খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল বাবাকে। অভিযোগ, নিজের ২০ বছরের পুত্রকে কাঁচি দিয়ে কুপিয়ে খুন করেছেন তিনি। যুবক সৎমাকে ‘মা’ বলে ডাকতে রাজি না হওয়ায় বাবার সঙ্গে তাঁর অশান্তি হয়। তার পরেই এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। মুম্বইয়ের নিম্ন আদালত ২০১৮ সালের ঘটনায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
অভিযুক্তের নাম সেলিম আলি ইব্রাহিম শেখ। তিনি মুম্বইয়ের ডোংরির বাসিন্দা। ২০১৮ সালের ২৪ অগস্ট তিনি নিজের ২০ বছরের পুত্র সেলিম শেখকে খুন করেন। নিহতের মা থানায় এফআইআর দায়ের করেছিলেন। তিনি জানিয়েছেন, তাঁর স্বামী দ্বিতীয় বার বিবাহ করেছিলেন। কিন্তু তা ভাল চোখে দেখেননি তাঁদের পুত্র। এ নিয়ে বাবা এবং ছেলের মধ্যে হামেশাই ঝগড়া হত। ২৪ অগস্ট সকালে তেমনই ঝগড়া শুরু হয়েছিল। সৎমাকে ‘মা’ বলে ডাকতে যুবক রাজি হননি।
বাবা এবং ছেলের মধ্যে ঝামেলা বড় আকার নিলে সাহায্য চাইতে থানায় ছুটি গিয়েছিলেন যুবকের মা। পুলিশকে সঙ্গে নিয়ে তিনি যখন ফিরে আসেন, তত ক্ষণে দেরি হয়ে গিয়েছে। দেখা যায়, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন যুবক। তাঁকে কাঁচি দিয়ে একাধিক বার কোপানো হয়েছে। দু’টি কাঁচি এই কাজে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ।
বিচারপ্রক্রিয়া চলাকালীন যুবকের বাবা দাবি করেছিলেন, তিনি পুত্রকে হত্যা করেননি। বরং যুবক আত্মহত্যা করেছেন। তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলেও দাবি করা হয়েছিল আদালতে। কিন্তু অভিযুক্তের বিপক্ষে যায় সব প্রমাণ। ফলে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।