ভাগ্নির উপর রাগে তাঁর বৌভাতের খাবারে বিষ মিশিয়ে দিলেন মামা! —প্রতীকী চিত্র।
কোলেপিঠে করে মানুষ করেছেন যে ভাগ্নিকে, সে-ই কিনা বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাঁর অমতে! মানতে পারেননি প্রৌঢ়। ভাগ্নির বিয়েতে অতিথিদের খাবারে তাই বিষ মিশিয়ে দিয়েছেন তিনি। তাঁর কীর্তি বিয়েবাড়িতে ধরা পড়ে যাওয়ায় বড়সড় অঘটন থেকে রক্ষা পাওয়া গিয়েছে। কেউ সেই খাবার মুখে তোলেননি। খবর দেওয়া হয়েছে পুলিশকেও। তবে অভিযুক্ত পলাতক।
মহারাষ্ট্রের কোলাপুরের উৎরে গ্রামের ঘটনা। অভিযুক্তের নাম মহেশ পাটিল। পুলিশ জানিয়েছে, ভাগ্নিকে ছোট থেকে নিজের কাছে রেখে মানুষ করেছিলেন মহেশ। গ্রামেরই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তাঁকে বিয়ে করতে চান। কিন্তু মামাকে সেই বিয়েতে রাজি করাতে পারেননি তরুণী। ফলে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন।
যুবককে বিয়ে করার পর গ্রামের বাড়িতেই বৌভাতের আয়োজন করা হয়েছিল। সেখানে তরুণীর মামা আমন্ত্রিত ছিলেন না। অভিযোগ, তা সত্ত্বেও বিয়েবাড়িতে অনধিকার প্রবেশ করেন তিনি। বৌভাতে অতিথিদের জন্য যে খাবার রান্না করা হচ্ছিল, সটান ঢুকে পড়েন সেখানে। তার পর পকেট থেকে বিষ বার করে খাবারে ঢেলে দেন। উপস্থিত সকলে তাঁকে আটকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁদের হাত ছাড়িয়ে পালিয়ে যান অভিযুক্ত। ওই খাবার কেউ খাননি।
বিয়েবাড়িতে থেকেই খবর দেওয়া হয় থানায়। পুলিশ ওই খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। কী ধরনের বিষাক্ত পদার্থ মহেশ ওই খাবারে মিশিয়েছেন, তা জানা যাবে রিপোর্ট এলে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তাঁর খোঁজ চলছে। কোথা থেকে তিনি বিষাক্ত পদার্থ জোগাড় করলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।