Suicide in Train

ট্রেনের ইঞ্জিনের মাথায় ঝাঁপ! বিদ্যুতের তারের সংস্পর্শে ঝলসে গেলেন যুবক, মুহূর্তে মৃত্যু

ঝাঁসি স্টেশনে প্ল্যাটফর্মের ছাউনির উপরে দাঁড়িয়েছিলেন যুবক। ট্রেন ঢুকতেই ইঞ্জিনের মাথায় ঝাঁপিয়ে পড়েন তিনি। বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে কয়েক মুহূর্তে ঝলসে মৃত্যু হয় তাঁর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ০৮:২৯
ঝাঁসি স্টেশনে শুক্রবার ট্রেনের ইঞ্জিনের মাথায় ঝাঁপ দিয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন।

ঝাঁসি স্টেশনে শুক্রবার ট্রেনের ইঞ্জিনের মাথায় ঝাঁপ দিয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। —ফাইল চিত্র।

স্টেশনে ধীর গতিতে ট্রেন ঢুকেছিল। সেই ট্রেনের ইঞ্জিনের মাথায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন যুবক। প্ল্যাটফর্মের উপরে থাকা টিনের ছাউনির উপর দাঁড়িয়ে ছিলেন তিনি। ট্রেনের জন্যই অপেক্ষা করছিলেন। ইঞ্জিনের উপরে থাকা বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে কয়েক সেকেন্ডে ঝলসে মৃত্যু হল তাঁর।

Advertisement

ঝাঁসি স্টেশনের ঘটনা। শুক্রবার নির্ধারিত সময়ে সেখানে ঢোকে গোয়াগামী একটি এক্সপ্রেস ট্রেন। আচমকা প্ল্যাটফর্মের ছাউনি থেকে ট্রেনটির ইঞ্জিনের উপরে ঝাঁপ দেন যুবক। সঙ্গে সঙ্গে ঝলসে যায় তাঁর দেহ। স্টেশন জুড়ে হুড়োহুড়ি পড়ে যায়। বেশ কিছু ক্ষণ ধরে ইঞ্জিনের মাথায় যুবকের দেহটি জ্বলন্ত অবস্থায় ছিল। রেলপুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিনটিকে আগে বিদ্যুৎহীন করে। তার পর যুবকের ঝলসানো দেহ উদ্ধার করা হয় ইঞ্জিনের ছাদ থেকে।

এই ঘটনার ফলে ঝাঁসি স্টেশনে শুক্রবার প্রায় ৪৫ মিনিট দাঁড়িয়েছিল গোয়াগামী হজ়রত নিজামুদ্দিন ভাস্কো ডা গামা ট্রেন। যুবকের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তার পর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।

রেল পুলিশের সার্কেল অফিসার নইম মনসুরি জানিয়েছেন, যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তাঁকে শনাক্ত করতে পারেননি কেউ। তবে ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে তাঁর বয়স হবে, অনুমান পুলিশের।

স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে গোটা ঘটনাটি ধরা পড়েছে। ট্রেনের মাথায় যুবককে ঝলসে যেতে দেখে যাত্রীদের মধ্যেও চাঞ্চল্য তৈরি হয়। যুবক আত্মহত্যার উদ্দেশ্যেই ট্রেনের মাথায় লাফ দিয়েছিলেন, না কি তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন, তা-ও স্পষ্ট নয়।

Advertisement
আরও পড়ুন