Heart Attack Death

বন্ধুর হাতে উপহার তুলে দিয়েই হৃদ্‌রোগ! বিয়ের মঞ্চে লুটিয়ে পড়লেন অ্যামাজ়ন কর্মী, মৃত্যু!

বেঙ্গালুরুর অ্যামাজ়নের কর্মী ছিলেন যুবক। বন্ধুর বিয়েতে উপহার নিয়ে গিয়েছিলেন। কিন্তু উপহার বরের হাতে তুলে দেওয়ার পরেই হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১১:২৮
(বাঁ দিকে) বিয়ের মঞ্চে দাঁড়িয়ে বর-কনের হাতে উপহার তুলে দিচ্ছেন যুবক। সেই মঞ্চেই লুটিয়ে পড়েছেন তিনি (ডান দিকে)।

(বাঁ দিকে) বিয়ের মঞ্চে দাঁড়িয়ে বর-কনের হাতে উপহার তুলে দিচ্ছেন যুবক। সেই মঞ্চেই লুটিয়ে পড়েছেন তিনি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বন্ধুর বিয়েতে আনন্দ করতে গিয়েছিলেন। বেঙ্গালুরু থেকে সাড়ে ৩০০ কিলোমিটার পেরিয়ে পৌঁছে গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের কুরনুলে। কিন্তু সেই যাত্রাই কাল হল। বন্ধুর হাতে বিয়ের উপহার তুলে দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক। বিয়ের মঞ্চেই হৃদ্‌রোগে আক্রান্ত হলেন তিনি।

Advertisement

মৃত যুবকের নাম ভামসি। তিনি অ্যামাজ়নের কর্মচারী ছিলেন। বেঙ্গালুরুর অ্যামাজ়ন দফতরে কাজ করতেন। থাকতেনও সেখানেই। বন্ধুর বিয়ের আমন্ত্রণ পেয়ে তিনি কুরনুলে গিয়েছিলেন। সঙ্গে নিয়েছিলেন উপহারও। ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা গিয়েছে, বর এবং কনে পাশাপাশি দাঁড়িয়ে আছেন। তাঁদের ঘিরে বিয়ের মঞ্চেই দাঁড়িয়ে আছেন আমন্ত্রিতেরা। মঞ্চে উঠে বরের হাতে উপহার তুলে দিয়েছেন যুবক। বন্ধুর উপহার তখনই খুলে দেখতে চেয়েছিলেন বর। তিনি উপহার খোলার তোড়জোড় করতে করতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। সকলের অলক্ষ্যে মঞ্চের উপরেই ভারসাম্য হারান। মেঝেয় পড়ে যান লুটিয়ে (এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

সঙ্গে সঙ্গে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আচমকা হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন যুবক। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তার রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। যুবক বিয়েবাড়িতে গিয়ে কী খেয়েছিলেন, দীর্ঘ যাত্রার ক্লান্তি তাঁর অসুস্থতার কারণ কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর বিয়েবাড়ির আনন্দে শোকের ছোঁয়া লাগে। পরিবার সূত্রে খবর, বরের অত্যন্ত কাছের বন্ধু ছিলেন ওই যুবক। কেন এই আকস্মিক মৃত্যু, তা নিয়ে জল্পনা চলছে।

Advertisement
আরও পড়ুন