Maharashtra Incident

মহারাষ্ট্রে ‘খেলতে খেলতে’ ভাইঝিকে ‘খুন’ করলেন কাকা! প্রমাণ লোপাটের জন্য দেহ পোড়ানোর চেষ্টা

পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে অভিযুক্তের দাবি, তিনি ইচ্ছাকৃত ভাবে ভাইঝিকে খুন করেননি। ‘খেলতে খেলতে’ চড় মেরেছিলেন তিন বছরের ওই শিশুকে। তাঁর এই দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১০:৫৮
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

তিন বছরের ভাইঝিকে খুন করার অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। মহারাষ্ট্রের ঠাণে জেলার এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, প্রমাণ লোপাটের জন্য ভাইঝির দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিলেন অভিযুক্ত যুবক। তার আগেই অবশ্য তিনি ধরা পড়ে যান।

Advertisement

পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে অভিযুক্তের দাবি, তিনি ইচ্ছাকৃত ভাবে ভাইঝিকে খুন করেননি। ‘খেলতে খেলতে’ চড় মেরেছিলেন তিন বছরের ওই শিশুকে। মজা করেই এমনটা করেছিলেন বলে দাবি তাঁর। অভিযুক্তের আরও দাবি, চড় মারার পরেই ভারসাম্য হারিয়ে পড়ে যায় তিন বছরের ওই শিশু। রান্নাঘরের পাঁচিলে মাথা ঠুকে যায় তার। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। যদিও অভিযুক্ত যুবকের এই দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ভাইঝি দেহে প্রাণের সাড়া না-পেয়ে ভয় পেয়ে যান অভিযুক্ত। তড়িঘড়ি দেহটি পুড়িয়ে ফেলার চেষ্টা করেন। সেই কাজে ব্যর্থ হয়ে দেহ ঝোপে ফেলে দেওয়ার চেষ্টা করেন। তার পরেই হাতেনাতে পুলিশের কাছে ধরা পড়েন। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে, যুবকের দাবির সত্যতা কতটা তা বোঝা যাবে বলে মনে করছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন